প্রচ্ছদ হেড লাইন জামায়াতের আমির গ্রেপ্তার

জামায়াতের আমির গ্রেপ্তার

রাজনীতি : নাশকতার পরিকল্পনার অভিযোগে বরিশাল জেলার উজিরপুর উপজেলা জামায়াতের আমির কাউসার হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। শনিবার (৬ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাকে উজিরপুর থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি র‍্যাব-৮ এর মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, নির্বাচন ভন্ডুল করার জন্য ৭ জানুয়ারি উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নাশকতার পরিকল্পনা করছিল কাউসার হোসেন।

তার সহযোগীদের নিয়ে বিভিন্ন কেন্দ্রে অগ্নিসংযোগের পরিকল্পনা করা হচ্ছিল। র‍্যাব খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করে।

উল্লেখ্য, উজিরপুর উপজেলা বরিশাল ২ আসনের অন্তর্ভুক্ত। তবে র‍্যাব থেকে জানিয়েছে, রোববার সংবাদ সম্মেলন করে অভিযান সর্ম্পকে আরও বিস্তারিত জানানো হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।