প্রচ্ছদ আন্তর্জাতিক বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৪, বেঁচে আছেন নববধূ

বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৪, বেঁচে আছেন নববধূ

পাকিস্তানে বিয়ের বাস সিন্ধু নদীতে পড়ে ডুবে ২৬ জনের মৃত্যু হয়েছে। বাসে ২৭ যাত্রীর মধ্যে শুধু বেচে আঁছেন নববধূ। মঙ্গলবার গিলগিট-বালতিস্তানের দিয়ামার জেলায় এই দুর্ঘটনা ঘটে। খবর পাক্স্তিানি সংবাদমাধ্যম ডনের।

ডনের খবরে বলা হয়, ওই বাসটিতে ২৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর ১৪ জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় উদ্ধার করা নববধূকে। তাকে উদ্ধারের পর গিলগিটের আরএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন। বাকি ১২ জনকে এখনও উদ্ধার করা যায়নি। তবে ধরে নেওয়া হচ্ছে নিখোঁজ সবাই মৃত্যুবরণ করেছেন। তবে সেখানকার তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকা সত্ত্বেও তাদের খোঁজে তল্লাশি চলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার সময় উত্তর পাকিস্তানে একটি বাস নদীতে পড়ার পর ডুবে যায়। নিহতদের মধ্যে ১৯ জন আস্টোরের বাসিন্দা এবং বরসহ চারজন চকওয়ালের বাসিন্দা।

দিয়ামারের জেলা প্রশাসক ও সুপারিনটেনডেন্ট উদ্ধার অভিযানের তত্ত্বাবধান করছেন। উদ্ধার অভিযানে পাঁচটি স্থানীয় ডুবুরি এবং দুটি নৌকা অংশ নিয়েছে। ক্রেনের সাহায্যে বাসের ধ্বংসাবশেষ নদী থেকে উঠানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল (বুধবার) নদীর তীরবর্তী অন্যান্য এলাকায় নিখোঁজদের সন্ধানের কাজ চলছে।

চুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যাচুয়াডাঙ্গায় মোটরসাইকেলসহ ব্যবসায়ীকে পুড়িয়ে হত্যা
ওই এলাকার সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম বলেন, বাস চালানোর সময় চালক একটি বাঁকে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে। চালক বাসটি দ্রুত গতিতে চালাচ্ছিলেন বলে মনে করা হচ্ছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।