প্রচ্ছদ জাতীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত, নেপথ্যে যে কারণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব জেসিনার পদ স্থগিত, নেপথ্যে যে কারণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা শাখার সদস্যসচিব জেসিনা মোর্শেদ প্রাপ্তির বিরুদ্ধে সম্প্রতি উপজেলা কমিটি গঠনে সাংগঠনিক নীতিবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়। এই কারণে তার পদটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আনীত অভিযোগসমূহ তদন্তের জন্য আশরেফা খাতুন, ওয়াহিদুজ্জামান ও আকরাম হোসাইন রাজের সমন্বয়ে তিন সদস্যের কমিটি করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রাপ্তিকে কমিটির সামনে হাজির হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই বিষয়ে জেসিনা মোর্শেদ প্রাপ্তির সঙ্গে কথা বলতে কয়েক দফা চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি। তা ছাড়া তার হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে টেক্সট করা হলেও তিনি জবাব দেননি।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান স্থানীয় একজন সাংবাদিককে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।