![WhatsApp-Image-2025-02-05-at-65713-PM-2502051301](https://allmedia365.com/wp-content/uploads/2025/02/WhatsApp-Image-2025-02-05-at-65713-PM-2502051301-640x360.webp)
হেড লাইন: দিল্লীতে বসে ছাত্র-জনতার উদ্দেশ্য শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে আজ রাতে শহরে ‘মার্চ টু ধানমন্ডি বত্রিশ’ কর্মসূচি পালিত হতে যাচ্ছে। মিছিলটি আজ রাত (৫ ফেব্রুয়ারি) ৮টায় শাহবাগ থেকে শুরু হয়ে ধানমন্ডি বত্রিশ অভিমুখে যাত্রা করবে।
মিছিলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণের আহ্বান জানাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ নানা রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষেরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দেলনের নেতা হাসনাত আব্দুল্লাহ এর সঙ্গে একাত্বতা প্রকাশ করে তার ফেসবুক স্ট্যাটাসে বলেনঃ “আজ রাতে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে”
পিপল একটিভিস্ট কেয়ালিশনের মুখপাত্র রাতুল মোহাম্মদ তার ফেসবুকে স্ট্যাটাসে আজ রাত ৮টায় ‘মার্চ টু ধানমন্ডি ৩২” এ অংশগ্রহণের জন্য সকলকে আহবান জানান।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |