পটুয়াখালীতে জেলা পরিষদের সামনে ও র্যাব ক্যাম্প-সংলগ্ন এলাকায় অবস্থিত শেখ মুজিবুর রহমানের দুটি পৃথক ম্যুরাল ভাঙচুর করেছেন শিক্ষার্থী ও জনতা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এই ভাঙচুরের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ম্যুরাল ভাঙচুরের কাজ চলছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যরাতে হঠাৎ করেই জেলা পরিষদের সামনে ভিড় করতে থাকে। এরপর সবাই একত্রিত হয়ে পরিষদের সামনে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেন। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে র্যাব ক্যাম্প এলাকার দিকে এগিয়ে যান। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে র্যাব ক্যাম্পের পাশে অবস্থিত ম্যুরালটিতেও ভাঙচুর চালানো হয়।
এ প্রসঙ্গে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, এই প্রতীকগুলো নিপীড়ন ও স্বৈরাচারের চিহ্ন। এগুলো থাকার অর্থ হলো ২৪-এর গণআন্দোলনকে কলুষিত করা। আমাদের শহরে এসবের ঠাঁই নেই। ভবিষ্যতে যে কোনো স্বৈরাচারকে এভাবেই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |