প্রচ্ছদ বিনোদন স্বামী সাদাতের আগের ঘরের মেয়ে আমার বান্ধবী! মুখ খুললেন তনি

স্বামী সাদাতের আগের ঘরের মেয়ে আমার বান্ধবী! মুখ খুললেন তনি

রুবাইয়াত ফাতিমা তনি একজন সফল উদ্যাক্তা। সাম্প্রতিক তার স্বামী সাদাত মৃত্যুবরণ করে। তনি তার কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচনায় থাকে। তার স্বামী সাহাদতের আগের ঘরের যে মেয়ে আছে রিয়া সে নাকি তাকে মা ডাকেনা। এই বিয়য়ে তনি বলে রিয়া আমার বান্ধবীর মতো। মা করে করে ডাকবে কেন।

তনিকে এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিলমানুষ হিসেবে কেমন? তনি বলেন আমি কেছাইল্লা মানুষ নই। আমি খুব সহজ সরল মানুষ। সবাইকে খুব আদর করতে পছন্দ করি। সবাইকে সম্মান দিতে পছন্দ করি।

তাকে বলা হয়েছিল আপনার স্বমীর আগের সন্তানের সাথে সম্পর্ক কেমন? তনি বলেন বন্ধুর মতো। আমার স্বামীর যে মেয়ে আগেও আসতো এখনো আমার কাছে আসে। আমি যতদিন বেচে থাকবো ততদিন আসবে। ওরা তো আমারও সন্তান তাইনা।

সে মা কখনো বলেছে? আমাকে সে আন্টি বলে ডাকে। তনি বলেন না সে আমার থেকে বয়সে আনেক বড়। তা ই মা ডাকাটা কঠিন। মা ডাকার থেকেও অনেক ভালো সম্পর্ক আমাদের মাঝে।

তাদের দায়িত্ব নেওয়ার কথা উঠলে তিনি বলেন দায়িত্ব সবাই নিতে পারেনা। আল্লাহ তায়ালা সবাইকে সে দায়িত্ব দেননি। যারা দায়িত্ব নিতে পারে আল্লাহ তাকেই দেয়। তাই এখন আমার কাছে এটা বড় দায়িত্ব। আমার স্বামীর বাচ্চাদের পাশে দাড়ানো তাদের যত্ন নেওয়া আমার কর্তব্য। তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা এই দায়িত্ব গুলো আল্লাতায়ালার তরফ থেকে পাওয়া।আই আমি দায়িত্বগুলো পালন করতে চাই।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।