বিনোদন: সমসাময়িক একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে ক্ষমা চেয়েছেন মাইজভাণ্ডারী গানের শিল্পী খাদিজা। এ বিষয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই গায়িকা।
তিনি বলেন, আমি আমার কিছু ব্যক্তিগত প্রেক্ষাপট নিয়ে আপনাদের স্বরণাপন্ন হচ্ছি বিগত কিছুদিন যাবত আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমি ক্ষুদ্র মানুষের ভালো থাকায় তাদের চলার পথে বাধা সৃষ্টি হচ্ছে যার ফলে আমার ব্যক্তিগত আচরণে তার প্রভাব পড়ছে একটু লক্ষ্য করবেন হ্যাঁ আপনাকেই বলছি আমি একজন বাউল শিল্পী যেহেতু তথ্যপ্রযুক্তির যুগ সেহেতু আমাকে প্রচার করতে বা আমার গান প্রচার করতে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যা অন্যান্য শিল্পীর ক্ষেত্রেও ঘটেছে এতে মিডিয়া কর্মী ভাইদের ও কিছু না কিছু চাহিদা পূর্ণ হয়েছে।
তিনি বলেন, আমরা শিল্পী এবং মিডিয়া একে অন্যের পরিপূরক তা আমি সব সময় স্বীকার করি কিন্তু কিছু অসাধু মানুষের মন্তব্যে আমি গুরুত্ব দিতে গিয়ে আমার ব্যক্তি আচরণ একটু রুক্ষ করে ফেলি একজন মিডিয়ার ভাইয়ের প্রতি যা আমার করা মোটে উচিৎ হয়নি পরক্ষণেই উপলব্ধি করেছি কিন্তু তা আর সেখানে রইল না আমারই কিছু সহকর্মী আমার পিছনে লেগে গেল এবং এমনভাবে এটাক করলো যেন তাদের মাথায় আমি লাঠি দিয়েছি।
মাইজভাণ্ডারী গানের শিল্পী খাদিজা বলেন, যাই হোক এসব কথা বাদ দিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কারো মন্দ কথায় কোনো কর্ণপাত করবো না এবং যারা আমার কল্যাণ চায় আমার গান শুনেন তাদেরকে আমার শক্তি মনে করে সামনের পথ এগোতে চেষ্টা করব পরিশেষে আমি এই সিদ্ধান্তে উপনীত হই যদি আমার আচরণে কোন মিডিয়াকর্মী ভাই কষ্ট পেয়ে থাকেন আমি আপনাদের সকলের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি।
তিনি বলেন, ভবিষ্যতে যদি কিছু মিডিয়া কর্মীর আচরণে আমার উপর প্রভাব পড়ে এবং আমার সম্মানে আঘাত আসে এর বিচার সকল মিডিয়া কর্মীদের উপরই রেখে দিলাম আপনারা আমার ভাই আমি একজন ক্ষুদ্র বাউল শিল্পী আমি সুস্থ মতে বাউল গান নিয়ে বাঁচতে চাই মহান আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সামনে আবার আমাদের সাথে আপনাদের দেখা হবে এই প্রত্যাশায় রইলাম আমি অধম আপনাদের খাদিজা মাইজভান্ডারী
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |