আন্তর্জাতিক বাজারে গত কিছুদিন ধরেই সয়াবিনের দাম বাড়ছিল। একপর্যায়ে তা ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল। তবে সোমবার (১০ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর হ্রাস পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্ববাজারে সয়াবিনের সরবরাহ বৃদ্ধির প্রবল সম্ভাবনা জেগেছে। এই প্রত্যাশায় ভোজ্যতেল তৈরির মূল উপকরণের দরপতন ঘটেছে।
আলোচ্য কার্যদিবসে সিবিওটিতে সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। প্রতি বুশেলের দাম নিষ্পত্তি হয়েছে ১১ ডলার ৮০ সেন্টে। দিনের শুরুতে যা ছিল ১১ ডলার ৮৯ সেন্ট। গত ফেব্রুয়ারির পর তা ছিল সবচেয়ে বেশি।
সেই অবস্থা থেকে সয়াবিনের দর আবার কমলো। সাম্প্রতিক সময়ে ব্যাপক চাপে রয়েছে তেলবীজটির বৈশ্বিক বাজার। কারণ, লাতিন আমেরিকার প্রধান প্রধান উৎপাদনকারী ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েসহ প্রভৃতি দেশে ভালো ফলন হয়েছে। ফলে সেসব দেশ থেকে রপ্তানি বৃদ্ধির আশা জেগেছে।
এছাড়া বিশ্বের অন্যতম শীর্ষ উৎপাদক যুক্তরাষ্ট্র থেকেও সরবরাহ বাড়তে পারে। দেশটিতে সয়াবিনের মজুত বাড়ার ক্ষেত্র তৈরি হয়েছে। ফলে কম মূল্যে পণ্যটি রপ্তানি করার প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে বিভিন্ন দেশের মধ্যে। মূলত, তাতেই সয়াবিনের দাম কমছে। সম্প্রতি তা গত ৩ বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যায়।
সিঙ্গাপুর-ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, আন্তর্জাতিক বাজারে কৃষি পণ্যের দাম কমেছে। কারণ, প্রচুর পরিমাণে সরবরাহ বেড়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |