প্রচ্ছদ খেলাধুলা আমেরিকার পথে কোহলি, বাংলাদেশের বিপক্ষে খেলবেন তো?

আমেরিকার পথে কোহলি, বাংলাদেশের বিপক্ষে খেলবেন তো?

বিশ্বকাপে অংশ নিতে আগেই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছে ভারতীয় অধিনায়কসহ অধিকাংশ ক্রিকেটার। তবে আইপিএল ফাইনাল এবং ব্যক্তিগত ছুটির কারণে অনেকেই সে সময় না গেলেও পরবর্তীতে নিজেদের মতো করে যাচ্ছেন মার্কিন মুল্লুকে। যাদের একজন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আইপিএল শেষে কিছু দিনের ছুটিতে ছিলেন কোহলি। সেই ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিচ্ছেন ভারতীয় এই তারকা। এরই মধ্যে ধরেছেন আমেরিকার বিমান।

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। সদ্য সমাপ্ত টুর্নামেন্টটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান এসেছে তার ব্যাট থেকেই। কিন্তু এলিমিনেটর থেকে তার দল বিদায় নেয়ার পর বোর্ডের থেকে ছুটি নেন তিনি।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে কোহলিকে। সেখানে সমর্থকদের অটোগ্রাফের আবদার মেটাতেও দেখা যায় তাকে। সব ঠিক থাকলে আমেরিকায় আজই পৌঁছে যাওয়ার কথা তার। তবে আগামীকাল (শনিবার) বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবেন কি না তা এখনও জানা যায়নি।

এদিকে, আমেরিকায় পৌঁছে এরই মধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। দলের সঙ্গে যোগ দিয়েছেন হার্দিক পান্ডিয়ারাও। এছাড়া আইপিএল ফাইনাল খেলে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন রিজার্ভে থাকা রিঙ্কু সিং।

বিশ্বকাপের মূল পর্বের আগে আগামীকাল বাংলাদেশের বিপক্ষে একটাই প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ আগামী ৫ জুন আয়ারল্যান্ডের সঙ্গে। ৯ জুন হাই-ভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। এছাড়া আমেরিকা এবং কানাডা রয়েছে একই গ্রুপে। আমেরিকার বিপক্ষে ১২ জুন খেলবে ভারত। ১৫ জুন খেলা কানাডার বিপক্ষে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।