হেড লাইন: ভারত থেকে মঙ্গলবার আবারও ১৯০০ মেট্রিক টন আলু বেনাপোল বন্দরে আমদানি করা হয়েছে। ভারতের পাঞ্জাবের কারতারপুর থেকে একটি মালবাহী ট্রেনে করে আমদানি করা এই আলু ইতোমধ্যে বেনাপোল রেলস্টেশনে পৌঁছেছে। আজ বুধবার সকালে যশোরের নওয়াপাড়ায় আলু ট্রেন থেকে আনলোড করা হচ্ছে। এর আগে গত ৯ ডিসেম্বর ট্রেনের মাধ্যমে বেনাপোল বন্দরে ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছিল।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার আব্দুল গনি জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের সাজ্জাদ এন্টারপ্রাইজ নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেছে। ভারতের মালদার ডিলাক্স আলুর চালানটি রপ্তানি করে। একটি ট্রেনের ৪২ ওয়াগানে ৩৮ হাজার ব্যাগে করে আলুগুলো আমদানি হয়। যার ওজন ১৯ লাখ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ৪৩ লাখ ৭ হাজার মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩৭ লাখ ৫১ হাজার টাকা হয়।
আমদানিকারকের প্রতিনিধি এবং সি অ্যান্ড এফ এজেন্ট বাংলাদেশ লজিস্টিকসের সত্ত্বাধিকারী ফারুক ইকবাল ডাবলু সমকালকে জানান, “ভারত থেকে ট্রেনের একটি র্যাকের ৪২টি ওয়াগানে ১৯০০ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি কাস্টমস থেকে ছাড় করা হয়েছে এবং ট্রেনটি যশোরের নওয়াপাড়ায় পাঠানো হয়েছে আনলোডের জন্য। প্রতি কেজি আলুর আমদানি মূল্য ২৮ টাকা ২৯ পয়সা এবং কাস্টমস ডিউটি ৯ টাকা ৩০ পয়সা। এর সঙ্গে অন্যান্য খরচ যোগ করে বাজারে বিক্রি করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা, রাজশাহী, যশোর, সাতক্ষীরা, খুলনা এবং দেশের অন্যান্য জায়গায় পাঠানো হবে।” বেনাপোল রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, “মঙ্গলবার বিকেলে ৪২টি ওয়াগানে ১৯০০ মেট্রিক টন গোল আলু আমদানি হয়েছে। কাস্টমসের কার্যক্রম সম্পন্ন হওয়ার পর রাত ৯টার দিকে আলু বোঝাই ট্রেনটি নওয়াপাড়ার উদ্দেশ্যে চলে গেছে। আজ বুধবার সেখানে আনলোড করা হচ্ছে।”
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |