প্রচ্ছদ খেলাধুলা টাইগার রবির একের পর এক অভিযোগের সত্যতা কতটুকু?

টাইগার রবির একের পর এক অভিযোগের সত্যতা কতটুকু?

চেন্নাই টেস্ট চলাকালীদন সময়ে ভারতীয় সমর্থকদের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ‘সুপারফ্যান’ হিসেবে পরিচিত টাইগার রবি। সেসময় চেন্নাই পুলিশ তার অভিযোগ অস্বীকার করেছিল। এবার কানপুর টেস্টের প্রথম দিনে আবারও ভারতীয় সমর্থকদের দ্বারা মারধরের শিকার হওয়ার অভিযোগ করেন এই ব্যক্তি। কিন্তু এবারও দেখা গেল, ভিন্ন কিছুই ঘটেছে।

বাছাইপর্বের দল ঘোষণায় নেইমারের খবর দিলেন ব্রাজিল কোচবাছাইপর্বের দল ঘোষণায় নেইমারের খবর দিলেন ব্রাজিল কোচ
কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্নবিরতির সময় কিছু স্থানীয় সমর্থকের সঙ্গে কথা-কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছে বলে অভিযোগ করেছিলেন টাইগার রবি। ১০-১৫ জনের একটি গ্রুপ নাকি তার ওপর হামলা চালায়। তিনি বলেছিলেন, ‘আমি বলিউডের অনেক সিনেমা দেখেছি বলেই ওরা যে গালিগালাজ করছিল, তা বুঝতে পারছিলাম। আমি নিজের দেশকে সমর্থন করছি, এটা কি আমার অপরাধ?’

রবির অভিযোগ- এক পর্যায়ে নাকি ভারতীয় সমর্থকেরা তার টাইগার প্রতীক ও বাংলাদেশের পতাকাও ছিঁড়ে ফেলার চেষ্টা করে! তার এসব বক্তব্য গতকাল দেশের কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। সেই ঘটনায় রবি আহত হয়েছিলেন বলেও দাবি করা হয়। কিন্তু ভিডিও ফুটেজ আর রবির ভিডিওবার্তা থেকে জানা যায়, এমন কিছুই ঘটেনি। তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন।

সাকিবের অবদান সবাই জানে, কিন্তু অনেকেই স্বীকার করে না: ফাহিমসাকিবের অবদান সবাই জানে, কিন্তু অনেকেই স্বীকার করে না: ফাহিম
প্রকাশিত ভিডিও এক ভিডিওবার্তায় রবিকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমার শরীর খারাপ হয়ে যাওয়ার পর পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে আসে। এখন আমি সুস্থ হয়ে গিয়েছি।’

কানপুরের কল্যাণপুর এলাকার এসিপি অভিষেক পান্ডে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমে বলেছেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা। তাকে কোনো সমর্থক আঘাত করেনি।’

কানপুর থেকে দেশ রূপান্তরের প্রতিবেদক এবং আলোকচিত্রী নিশ্চিত করেছেন যে, রবিকে মারধরের কোনো ঘটনা সেখানে ঘটেনি। রবি অসুস্থ হয়ে পড়ে গেলে তাকে কর্তব্যরত পুলিশ সদস্যরা হাসপাতালে নিয়ে যান। কানপুরের রেনেসান্স হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।