শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যুব বিশ্বকাপ শুরু করেছিল বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকতে বাকি দুই ম্যাচে জয়টা খুবই গুরুত্বপূর্ণ যুব টাইগারদের জন্য।
এমন সমীকরণের ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশ। দলীয় ২৬ রানে প্রতিপক্ষের উইকেটে প্রথম আঘাত হানেন আগের ম্যাচে ৫ উইকেট শিকার করা বোলার মারুফ মৃধা।
প্রথম ম্যাচের মতো বল হাতে এদিন শুরুটা দুর্দান্ত না হলেও আয়ারল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশি বোলাররা। সেই চাপে দলটি হারায় ওপেনার রায়ান হান্টারকে। ১৫ বলে ৯ রান করে মারুফের বলে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন হান্টার।
তবে অন্যপ্রান্তে আরেক ওপেনার জর্দান নেইল আশার আলো জ্বালিয়ে রেখেছেন। গ্যাভিন রোলস্টনকে সঙ্গে নিয়ে দলকে টানছিলেন তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেনি রোলস্টন। ১২ বলে ৫ রান করে জীবনের বলে ফিরতে হয় তাকে।
টিকে থাকার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের যুবাদের। ওপেনিং ব্যাটার জিশান আলমের জায়গায় সুযোগ পেয়েছেন আদিল বিন সিদ্দিক। এ ছাড়া পেসার ইকবাল হোসেন ইমনকে বসিয়ে একাদশে নেওয়া হয়েছে রাফি উজ্জামান রাফিকে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ
আশিকুর রহমান শিবলি, আদিল বিন সিদ্দিক, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আরিফুল ইসলাম, আহরার আমিন, শিহাব জেমস, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), শেখ পারভেজ জীবন, রাফি উজ্জামান রাফি, রোহানাতদৌলা বর্ষণ ও মারুফ মৃধা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |