পটুয়াখালীর মীর্জাগঞ্জে ডান্ডাবেড়ি পায়ে বাবার জানাজায় অংশ নেয়া ছাত্রদল নেতা নাজমুল মৃধা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পটুয়াখালী জেলা কারাগার থেকে মুক্তি পান উপজেলা ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক। নাজমুলের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ।
এর আগে বুধবার (১৭ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস এম এরসাদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
নাজমুলের আইনজীবী ও পরিবার সূত্রে জানা গেছে, বিএনপির বিরুদ্ধে সারাদেশে ব্যাপক ধড়পাকড়ের সময় গত ২০ ডিসেম্বর পুলিশ নাজমুলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। তিনি কারাগারে থাকা অবস্থায় গত ১২ জানুয়ারি তার বাবা বিএনপি নেতা
বাবার জানাজায় অংশগ্রহণের জন্য পরদিন তাকে চার ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়। জানাজার সময় হাতকড়া খুলে দেয়া হলেও পায়ের ডান্ডাবেড়ি খুলে দেয়নি পুলিশ। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়ে।
গতকাল পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে তার জামিন আবেদন করা হলে বিচারক তা মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পৌঁছালে বিকেলেই তাকে মুক্তি দেয়া হয়।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |