প্রচ্ছদ দেশজুড়ে তিনি এতো বিয়ে করেছেন, মনেই রাখতে পারেন না কোন বউয়ের কি নাম!

তিনি এতো বিয়ে করেছেন, মনেই রাখতে পারেন না কোন বউয়ের কি নাম!

তিনি কখনো অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব, আবার কখনো কানাডা প্রবাসী, আবার কারো কারো কাছে পরিচয় দেন সিরামিকস কোম্পানির ডিএমডি। এসব পরিচয়ের একটাই উদ্দেশ্য বিয়ে করে নারীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। এভাবেই গত এক বছরে বিয়ে করেছেন ১০টির অধিক। পরিস্থিতি এমন যে কোন বউয়ের কি নাম তাও মনে রাখতে পারেন না তিনি। সম্প্রতি রাজধানীর খিলগাঁও থানায় ভুক্তভোগী এক নারীর অভিযোগে প্রতারক গোলাম মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের পর, তিন দিনের রিমান্ডে আনার পর বেড়িয়ে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জন্মসূত্র তার নাম গোলাম মোস্তফা হল,তিনি কখনো কখনো হয়েছেন শওকত আলী আবার কখনো কখনো হয়েছেন রাজন আলী, আবার কখনো হয়ে যান ফাইম। এরকম বিভিন্ন নাম একেকজনের কাছে একেক নাম, একেক পদবী ব্যবহার করেন।

এই সময় মোস্তফা কামাল বলেন, আমি সাতটা বিয়ে করেছি, ৪০ থেকে ৫০ লাখ টাকা নিয়েছি, তিনি আরো বলেন, জামাল ঘটকের মাধ্যমে এই কাজটি করেছেন। ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন তাদেরকে কানাডা নিয়ে যাওয়ার কথা বলে একের পর এক বিয়ে করেছেন মোস্তফা কামাল। তাই নয় বিয়ের পর স্ত্রীদের পাসপোর্ট নিজের জিম্মা নিয়ে ব্ল্যাকমেইল করেছেন এই প্রতারক।

এ সময় এক নারী অভিযোগ করেন তার ছেলেকে অস্ট্রেলিয়া নিবে বলে তার কাছ থেকে ১৯ লক্ষ টাকা নিয়েছে, ওই নারী বলেন তার ভাগ্নেকে চাকরি দিবে বলে ওর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়েছে। এই প্রতারক গ্রেপ্তার না হলে সম্প্রতি সময়ে আরেকজন নারীকে বিয়ে করতেন, সব আয়োজন সম্পূর্ণ হওয়ার মধ্যে গ্রেপ্তার হওয়ায় অল্পের জন্য এই প্রতারকের হাত থেকে রক্ষা পেয়েছে ওই তরুণী।

পুলিশ বলছে আদৌ তিনি কানাডায় কখনো যাননি,আবার সিনিয়র সচিব তো দূরের কথা উচ্চ মাধ্যমিকের গণ্ডি পার করতে পারেননি তিনি। অথচ বিয়ে করেছেন দশটির অধিক। এসব বিয়ের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন দুই থেকে তিন কোটি টাকা। প্রতারক মোস্তফা বিধবা এবং তালাক প্রাপ্ত নারীদের টার্গেট করতেন। তারপর তাদেরকে কানাডায় নিয়ে অভিবাসন করবেন এমন প্রলোভন দেখাতেন। তাকে রিমান্ডে আনার পর একে একে মহিলাদের ফোন দেখে মনে হচ্ছে তা হাফ সেঞ্চুরি ছড়িয়ে যাবে বিবাহর সংখ্যা। যদিও প্রতারক মোস্তফা কামাল স্বীকার করেছেন ১০ অধিক বিয়ে করেছেন এবং ৪০ থেকে ৫০ লাখ টাকা নিয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।