প্রচ্ছদ বিনোদন নিপুণের পার্লারে কী হয়, মূল ব্যবসা কী?

নিপুণের পার্লারে কী হয়, মূল ব্যবসা কী?

বিনোদন: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত এপ্রিল মাসে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদকের পদ নিয়ে বেশ দ্বন্দ্ব চলছে চিত্রনায়িকা নিপুণ আক্তার ও খল-নায়ক মনোয়ার হোসেন ডিপজলের মধ্যে। আদালতে সদ্য নির্বাচিত কমিটি স্থগিত চেয়ে পুনরায় ভোটের আবেদন করেছিলেন অভিনেত্রী। পরে অবশ্য চেম্বার আদালত থেকে ডিপজলের দায়িত্ব পালনে বাধা নেই বলে জানানো হয়। এদিকে পদ নিয়ে দ্বন্দ্বের কারণে খল-নায়ক ডিপজলকে ‘অশিক্ষিত’ বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা নিপুণ। আবার তার ব্যবসা নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী। যেন কেউ কারও বাতাসও সহ্য করতে পারেন না। তবে এবার এ অভিনেত্রীকেও ছাড় দিলেন না অভিনেতা ডিপজল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিপুণের ব্যবসাপ্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন তুলেছেন খল-নায়ক ডিপজল। তিনি বলেন, নিপুণের মূল ব্যবসা কী? আমি সিনেমা করছি, এটা কী আমার মূল ব্যবসা? না, আমার মূল ব্যবসা এটা না। শুনলাম, তিনি (নিপুণ) পার্লার দিয়েছেন। সেটি কী পার্লার? সেখানে গিয়ে আপনারা দেখেন, তা কেমন পার্লার। আর সেখানে কী হয়? এ নায়িকাকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে ভুল করেছেন বলেও মন্তব্য করেন পর্দার খল-নায়ক ডিপজল। তার ভাষ্যমতে―নিপুণকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এনে ভুল করেছিলাম। এখন আমার কাছে মনে হয়, আমি ভুল করেছিলাম। তাকে আর চিনি না আমি।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে এ অভিনেতা বলেন, শিল্পী সমিতির চেয়ারে কিন্তু কোনো টাকা-পয়সা বলে কিছু নেই। এটা একটা ইজ্জত। আমার নির্বাচন করার কোনো ইচ্ছাও ছিল না। এরপরও করেছি। কেননা, গতবার অনেক অনিয়ম দেখেছি। এ জন্য এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করলাম আমি। প্রসঙ্গত, এবারের শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৬ ভোটের ব্যবধানে নিপুণ পরাজিত করে জয়লাভ করেন ডিপজল। প্রথমে ফলাফল মেনে নিয়ে নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণও করেন অভিনেত্রী। কিন্তু পরে নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে রিট করেন আদালতে। পরে আদালত সাধারণ সম্পাদকের পদটি স্থগিতাদেশ দেন। পরবর্তীতে সেই নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আর এতে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনে ডিপজলের কোনো বাধা নেই বলে জানান আইনজীবীরা।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।