করেন। হাসপাতাল থেকে বের হয়ে যশোর সদর হাসপাতালে নেওয়ার সময় রাজারহাট পৌঁছালে তিনি মারা যান।’ তিনি জানান, আফরোজার মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মো. আলী হাসান বলেন, সকাল ১১টা ৩৫ মিনিটে আফরোজাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কেন মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বলা যাবে।
এ বিষয়ে জানতে অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করে সেটি বন্ধ পাওয়া যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম বলেন, আফরোজা বেগমকে শনিবার রাতে ৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রাতে তাকে মহিলা থানা হাজতে রাখা হয়। সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ‘চিকিৎসক বলেছেন, তার উচ্চ রক্তচাপ ছিল। অস্বাভাবিক কিছু ঘটেনি। ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় আফরোজা বেগমের বিরুদ্ধে অভয়নগর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |