প্রচ্ছদ জাতীয় বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পুননির্বাচনের আহবান তুর্কীর এমপি দোগান বেকিনের

বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পুননির্বাচনের আহবান তুর্কীর এমপি দোগান বেকিনের

জাতীয়: গতকাল ১৯ জানুয়ারি ২০২৪ ( Doğan BEKİN*, Istanbul Deputy/Re-Prosperity Party) টার্কিশ পার্লামেন্টারিয়ান দোগান বেকিন বাংলাদেশের দ্বাদশ নির্বাচন নিয়ে এক সাংবাদিক সম্মেলন করেন।

সম্মানিত সাংবাদিক বন্ধুরা, সবাইকে অভিনন্দন। আজকের সংবাদ সম্মেলনের প্রধান বিষয় বাংলাদেশের বন্ধুদের সমস্যার বিষয়ে কিছু বলবো।

প্রিয় সাংবাদিক ভাইয়েরা, “৭ জানুয়ারি বাংলাদেশের নির্বাচনের পুর্বে, তিন মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া (হোম অ্যারেস্ট), এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর অনেক সিনিয়র নেতাসহ প্রায় ৫,০০০ বিরোধী নেতাকে শেখ হাসিনার সরকার গ্রেপ্তার করে বিচার করছে।

এই প্রেক্ষিতে ৬২টি রাজনৈতিক দল, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং সমমনা দলগুলো নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেয় এবং নির্বাচন বয়কট করে। দুর্ভাগ্যবশত, যেহেতু বাংলাদেশে কোনো বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তাই ৩০০ আসনে শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিনিধিত্ব করবে তা অনিবার্যভাবে দেশে চরম অস্থিরতা সৃষ্টি করেছে।

বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা পূর্বে নির্বাচন কমিশনের দেওয়া বিবৃতি অনুসারে, নির্বাচনে অংশগ্রহণের হার ২৭.১৫% ছিলো। কিন্তু ভোট গ্রহণ শেষ হওয়ার পর ঘোষণা করা হয়, ভোট গ্রহণের হার ৪১.৮%। নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে তা এতে সহজে অনুমেয়।

বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হয়নি বলে আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, ইংল্যান্ড ও কানাডা প্রতিক্রিয়া জানিয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারও একটি সংবাদ সম্মেলন করেছেন। উল্লেখ্য, তিনিও বলেছেন, বাংলাদেশে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআইপি), এশিয়ান ফ্রি ইলেকশন নেটওয়ার্ক (এএনএফআরএল), ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর সিটিজেন পার্টিসিপেশন (সিভিআইসিইউএস), ইন্টারন্যাশনাল ফেডারেশন ফর হিউম্যান রাইটস (এফআইডিএইচ), এশিয়ান ডেমোক্রেসি নেটওয়ার্ক (এডিএন) এর মতো বেসরকারি সংস্থাগুলোও সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

D-8 সংস্থার গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরী। বিরোধীগুলোর নির্বাচন বয়কট এবং জনগণের অংশগ্রহণবিহীন নির্বাচনের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বিঘ্ন হবে। একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পুননির্বাচনের আহবান জানাই।”

Doğan BEKİN
Istanbul Deputy/Re-Prosperity Party
e-mail: dogan.bekin@tbmm.gov.tr
TBMM Halkla İlişkiler Binası 4. Kat B-412 Çankaya-ANKARA, Türkiye.

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।