প্রচ্ছদ জাতীয় বাথরুমে ঢুকে ছাত্রলীগ নেতার কাণ্ড

বাথরুমে ঢুকে ছাত্রলীগ নেতার কাণ্ড

পিরোজপুরের নাজিরপুরে বাথরুম থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ এপ্রিল) সকালে উপজেলার সেখমাটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ওই ছাত্রলীগ নেতার নাম রাজু শেখ (২৩)। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং একই ইউনিয়নের সিদ্দিকুর রহমান শেখের ছেলে।

রাজু শেখের চাচাতো ভাই আল আমিন শেখ বলেন, ‘রাজু প্রতিদিন ফজরের নামাজ পড়তে মসজিদে যেত। শুক্রবারও নামাজের জন্য বাড়ি থেকে বের হয়। নামাজ শেষে আর ঘরে ফেরেনি সে। পরে পরিবারের লোকজন রাজুকে খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির কাছে বাথরুমে গলায় ফাঁস লাগানো তার মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়।’

রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান শেখ বলেন, ‘পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার হাফিজ শেখের নেতৃত্বে আমার ছেলে রাজুকে কুপিয়ে জখম করা হয়েছিল। ওই ঘটনায় আমি পাঁচজনের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করি। আসামি লুৎফর রহমান ও আবদুর রব কিছুদিন হাজতবাস করে। এরা আমার ছেলের ওপর ক্ষুব্ধ ছিল। বিভিন্ন সময় হুমকিধমকি দিছে, ওকে বাঁচতে দেবে না।’

নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার বলেন, এ ঘটনায় রাজু শেখের বাবা সিদ্দিকুর রহমান শেখ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছেন। ময়নাতদন্তের পরে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।