প্রচ্ছদ হেড লাইন বাবাকে মারধর, ছেলের ১০ বছরের কারাদণ্ড

বাবাকে মারধর, ছেলের ১০ বছরের কারাদণ্ড

হেড লাইন: বাবাকে মারধর করার অপরাধে জিকু চৌধুরী (৩৫) নামে এক ব্যক্তিকে পৃথক দুটি ধারায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।দণ্ডিত জিকু চৌধুরী চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলী ডা. মুকুল বাড়ির ডা. মুকুল শীলের ছেলে। রায়ের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো.ওমর ফুয়াদ কালবেলাকে নিশ্চিত করে বলেন, জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং ৩২৫ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মুকুল শীল পেশায় ডাক্তার। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নগরের পাহাড়তলি ছদু চৌধুরী রোডের উপশম ফার্মেসিতে অবস্থানকালে তাকে গালাগাল করে হত্যার হুমকি দেন ছেলে। বাধা দেওয়ায় বাবাকে এলোপাথাড়ি পেটাতে থাকে। অন্যদিকে, বাবা চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন ফার্মেসির তালা ভেঙে ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যায় ছেলে। পরে বাবাকে ভয় দেখিয়ে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকাও তুলে নেন। এ ঘটনায় ছেলের বিরুদ্ধে মামলা করেন বাবা। মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিলে ২০২৩ সালের ২৩ মে ছেলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ছয়জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।