দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বড় প্রশ্ন কারা হচ্ছে বিরোধী দল। কেননা এবার আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠটার পর দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি।
সে সংখ্যাটাও মাত্র ১১টি। অপরদিকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হওয়া নেতারা স্বতন্ত্র হিসেবে ভোটের মাঠে পেয়েছেন ৬২টি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হয়েছে ২৯৯টি আসনে। এর মধ্যে ২৬৬ আসনে প্রার্থী দেয় আওয়ামী লীগ। জয় পান ২২৩ জন। দলের মনোনয়নের বাইরে স্বতন্ত্র প্রার্থী হন ২৬৯ জন। তাদের মধ্যে জয় পান ৬২ জন।
জাতীয় পার্টির ১১টি আসনের বিপরীতে ভোটের মাঠে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা আসন পেয়েছেন ৬ গুণ। সেক্ষেত্রে দ্বাদশ সংসদে বিরোধী দল থাকবে নাকি বিরোধী জোট? এটিই এখন রাজনীতির মাঠে বড় প্রশ্ন।
খোদ আওয়ামী লীগের মধ্যে আলোচনা, বিরোধী দল হিসেবে জাতীয় পার্টির (জাপা) আসন সংখ্যা যেহেতু কম এবার বিরোধী জোট হতে পারে জাতীয় সংসদে।
বৃহস্পতিবার নিজেদেরকে বিরোধী দল হিসেবে ঘোষণা করে জাপা। দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলের নেতাও ঘোষণা করছে দলটি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |