ক’দিন পরেই মাঠে গড়াবে কোপা আমেরিকার ৪৮তম আসর। বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো আসরে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলছে আর্জেন্টিনা। যার প্রথমটিতে ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে তারা। এবার তাদের প্রতিপক্ষ গুয়েতমালা। এই ম্যাচের আগে মেসিকে নিয়ে সুখবর দিয়েছেন লিওনেল স্কালোনি।
শনিবার মেরিল্যান্ডের কমান্ডার্স ফিল্ডে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও গুয়াতেমালা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়। এই ম্যাচে শুরুর একাদশেই দেখা যাবে লিওনেল মেসিকে। এ তথ্য নিশ্চিত করেছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে পুরনো টুর্নামেন্টের এবারের আসরের শুরু থেকে মেসিকে পেতে কোনো ঝুঁকি নিতে চায় না আর্জেন্টিনা। দলের সেরা ফুটবলারকে তাই বুঝেশুনেই খেলাচ্ছেন কোচ। তাই নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচে তাকে নামানো হয়েছে বদলি খেলোয়াড় হিসেবে।
কোপার আগে নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শুরু থেকে মেসি খেলানোর পরিকল্পনা স্কালোনির। শুধু তাই নয়, আর্জেন্টিনা কোচ আশা করছেন, লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচের পুরোটা খেলবেন মেসি।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘লিও ম্যাচের শুরু থেকেই খেলবে। আগের দিন সিদ্ধান্ত হয়েছিল যে, সে কয়েক মিনিট খেলবে। আমরা ইতোমধ্যে তাকে খেলানো নিয়ে কথা বলেছি। সে কেমন অনুভব করছে, এর ওপর ভিত্তি করে আমরা দেখব তাকে কতক্ষণ খেলানো যায়। সে যদি পুরো ম্যাচ খেলতে পারে, তাহলে আরো ভালো।’
তিনি আরো বলেন, ‘আমরা সবসময়ই তার কাছ থেকে একই জিনিস প্রত্যাশা করি। সে ফুটবল খেলুক, সতীর্থদের সঙ্গে মেলামেশা করুক এবং নিজের মতো থাকুক। মাঠে শেষ পর্যন্ত আমাদের যা দরকার তা হলো, সে যেন স্বাচ্ছন্দ্যবোধ করে। আমরা যে দলকে মাঠে নামাচ্ছি, তাদের সঙ্গে সে যেন স্বচ্ছন্দ থাকে।’
আগামী ২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ পেরু ও চিলি।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |