বিনোদন: ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানের নন্দিত সংগীতশিল্পী হাসিনা মমতাজ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসভবনে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
গায়িকার মৃত্যুর বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গীতিকার সাফাত খৈয়াম। শোক প্রকাশ করে তিনি বলেন, হাসিনা মমতাজ কেবল একজন গুণী গায়িকাই ছিলেন না। তিনি অসম্ভব ভালো মনের মানুষও ছিলেন। গীতিকার সাফাত বলেন, হাসিনা মমতাজ ভীষণ পরোপকারী মানুষ ছিলেন। তার মৃত্যুতে এক নক্ষত্র হারালো বাংলা সংগীত ভুবন। আমার গভীর শোক প্রকাশ করছি।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন গায়িকা হাসিনা মমতাজ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ জোহর ধানমন্ডি ঈদগাঁও মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে তার। প্রসঙ্গত, ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় সংগীতশিল্পী হাসিনা মমতাজ। তার সুরেলা কণ্ঠে গাওয়া ‘তন্দ্রাহারা নয়ন আমার’ গানটি ব্যাপক জনপ্রিয়। দীর্ঘ ক্যারিয়ারে সংগীতে বিশেষ অবদানের জন্য অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এ গায়িকা।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |