প্রচ্ছদ খেলাধুলা রাজনীতি করলে অবসরের পর করা উচিত: ক্রিকেটার সোহান

রাজনীতি করলে অবসরের পর করা উচিত: ক্রিকেটার সোহান

খেলাধুলা: জাতীয় দলের অধিনায়ক থাকাকালীন সময় ২০১৮ সালে জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে চলতি বছর আবারো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। একইভাবে নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসানও।

ক্রিকেটে থাকাকালীন সময়ে রাজনীতিতে যোগ দেওয়ায় অনেক সমালোচনার জন্ম দিয়েছিলেন এই দুই ক্রিকেটার। সাম্প্রতিক ছাত্র-জনতা আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগের পর কোণঠাসা অবস্থায় আওয়ামী লীগ। ভেঙে গিয়েছে সংসদও। আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহান। এবার মুখ খুললেন ক্রিকেটারদের রাজনীতি নিয়েও। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন সোহান। সেখানেই ক্রিকেট আর রাজনীতি একসঙ্গে না চালানোর আহ্বান করেন তিনি।

সোহান বলেন, ‘সক্রিয়ভাবে রাজনীতি করে জাতীয় দলে খেলা কখনোই উচিত নয়। রাজনীতি একটা বড় ব্যাপার। রাজনীতির মাঠে থেকে জাতীয় দলে সেরকম সময় দেওয়া কঠিন। কারো যদি রাজনীতি করার ইচ্ছে হয়, তাহলে তার খেলা থেকে অবসরের পর করা উচিত।’ তিনি আরো বলেন, ‘ক্রিকেট বোর্ডে ভালো সংগঠকদের আসা উচিত। ক্রিকেট বোর্ড ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জায়গা না। এখানে এসে মোটা অঙ্কের টাকা আয় করে দেশ ছেড়ে চলে যাবেন, এমন ব্যক্তিদের বোর্ডে না আসাই ভালো।’

সূত্র:  Daily Bangladesh

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।