পরপর দুই দিন দুটি টেস্ট ম্যাচের ফলাফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বেশ কিছু পরিবর্তন ঘটে গেল। গতকাল চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ভারত। অন্যদিকে আজ সোমবার নিউজিল্যান্ডকে প্রথম টেস্টে ৬৩ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠেছে।
‘ইয়ামাল হলো মেসি-ম্যারাডোনা-এমবাপ্পের মিশ্রণ’‘ইয়ামাল হলো মেসি-ম্যারাডোনা-এমবাপ্পের মিশ্রণ’
বাংলাদেশকে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে শীর্ষেই আছে ভারত। ১০ ম্যাচের ৭টিতেই তারা জিতেছে, হেরেছে দুটি টেস্ট, একটি হয়েছে ড্র। তাদের পয়েন্টের শতাংশ ৭১.৬৭। ১২টি টেস্টের মধ্যে ৮ জয়, ৩ পরাজয় আর ১টি ড্র নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। তিন নম্বরে উঠে আসা শ্রীলঙ্কা ৮টি টেস্টের মধ্যে ৪টি জিতেছে ও ৪টি হেরেছে। শ্রীলঙ্কার পয়েন্ট ৪৮। পয়েন্টের শতাংশ ৫০.০০।
অন্যদিকে শ্রীলঙ্কার কাছে হেরে চার নম্বরে নেমে গেছে নিউজিল্যান্ড। ৭টি টেস্টের মধ্যে তারা ৩টি জিতেছে ও ৪টি হেরেছে। তাদের পয়েন্ট ৩৬, পয়েন্টের শতাংশ ৪২.৮৬। পাঁচ নম্বরে থাকা ইংল্যান্ড ১৬টি টেস্টের মধ্যে ৮টি জিতেছে, ৭টি হেরেছে ও ১টি ড্র করেছে। ইংল্যান্ডের পয়েন্ট ৮১, পয়েন্টের শতাংশ ৪২.১৯। অন্যদিকে ভারতের কাছে হেরে দুই ধাপ নেমে গেছে বাংলাদেশ। ৭টি টেস্টের মধ্যে তারা তিনটি জিতেছে ও ৪টি হেরেছে। নাজমুলদের পয়েন্ট ৩৩, পয়েন্টের শতাংশ ৩৯.২৯।
অশ্বিনের স্ত্রীর অভিযোগ- সেঞ্চুরির পর তাকাওনি কেন?অশ্বিনের স্ত্রীর অভিযোগ- সেঞ্চুরির পর তাকাওনি কেন?
সাত নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকা ৬টি টেস্টের মধ্যে দুটি জিতেছে, তিনটি হেরেছে ও একটি ড্র করেছে। তাদের পয়েন্ট ২৮। পয়েন্টের শতাংশ ৩৮.৮৯। আট নম্বরে আছে পাকিস্তান। সাতটি টেস্টের মধ্যে তারা দুটি জিতেছে ও পাঁচটি হেরেছে। তাদের পয়েন্ট ১৬, পয়েন্টের শতাংশ ১৯.০৫। তালিকায় সবার শেষে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৯টি টেস্টের মধ্যে একটি জিতেছে, ৬টি হেরেছে এবং ড্র করেছে দুটি টেস্ট। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২০। তাদের পয়েন্টের শতাংশ ১৮.৫২।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |