খেলাধুলা: গতকাল বিপিএলে সাকিবের প্রথম ম্যাচ শেষেই জানা গিয়েছিল আবার ডাক্তার দেখাতে দেশের বাইরে যাচ্ছেন তিনি। যে কারণে এখন সিঙ্গাপুরের পথে এই অলরাউন্ডার। ঢাকা পর্বে রংপুর রাইডার্সের পরবর্তী ম্যাচ সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আগামী মঙ্গলবার। সেই ম্যাচে সাকিব থাকবেন না, সেটা এক প্রকার নিশ্চিতই।
সাকিবের মতো একজন খেলোয়াড় না থাকলে প্রতিপক্ষ সিলেটের জন্য তা স্বস্তির বলে মনে করেন জাকির হাসান। সিলেটের এই টপ অর্ডার ব্যাটার বলেন, ‘সাকিব ভাইয়ের মতো ক্রিকেটার না থাকলে একটু তো আমাদের জন্য স্বস্তিরই। কিন্তু এখনও আমাদের ভালো খেলতে হবে। যেই টিম হোক না কেন, যেই খেলোয়াড় হোক না কেন তাদের বিপক্ষে ভালো খেলতে হবে যদি জিততে হয়।’
এদিকে সিলেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা যেমনই পারফর্ম করুক, মাঠে তার উপস্থিতিই দলের জন্য বড় কিছু বলে মনে করেন জাকির, ‘আসলে মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স থেকে তার মাঠে থাকাটাই আমাদের জন্য বেশি অনুপ্রেরণার। কারণ তিনি থাকলে অনেক সিদ্ধান্ত সহজ হয়ে যায়। তা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ।’
গত বছর বিপিএলে ভালো পারফর্ম করেছিলেন জাকির। এবারো ৭০ রানের ইনিংস দিয়ে আসর শুরু করেছেন তিনি। এই ধারাবাহিকতা নিয়ে জাকির বলছিলেন, ‘শুধু টি-টোয়েন্টি না, সব ফরম্যাটে চেষ্টা করছি নিজেকে মেলে ধরার মানে পারফর্ম করার চেষ্টা করছি। যেই সময় যেই পরিস্থিতি আসছে সেইটা চেষ্টা করছি এডাপ্ট করার।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |