প্রচ্ছদ দেশজুড়ে বাইরে বৃষ্টি, চাচিকে একা পেয়ে যা করলো ভাসুরের ছেলে

বাইরে বৃষ্টি, চাচিকে একা পেয়ে যা করলো ভাসুরের ছেলে

দেশজুড়ে: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কুপ্রস্তাব রাজি না হওয়ায় চাচিকে হত্যাচেষ্টার অভিযোগে ফরহাদ মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৯ মে) বিকেলে উপজেলার গাছুয়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আহত নারীর নাম পলি বেগম। তিনি ঐ বাড়ির মোহাম্মদ রিপনের স্ত্রী। গ্রেফতারকৃত ফরহাদ তার ভাসুরের ছেলে।

এর আগে, একইদিন সকালে সন্তোষপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর মিয়া সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, ছয় বছর আগে পারিবারিকভাবে রিপনের সঙ্গে বিয়ে হয় পলি বেগমের। এরই মধ্যে গত দুই বছর ধরে পলিকে কুপ্রস্তাব দিয়ে আসছিলের তার ভাসুরের ছেলে ফরহাদ। সর্বশেষ রোববার সকালে বৃষ্টির সময় একা থাকার সুযোগে পুনরায় কুপ্রস্তাব দেন ফরহাদ।

প্রস্তাবে রাজি না হওয়ায় চাচির গলায় ছুরিকাঘাত করে পালিয়ে যান ফরহাদ। আহত পলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন জাফর বলেন, এ ঘটনায় পলি বেগমের মা নিলুফা বেগম বাদী হয়ে সন্দ্বীপ থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় রোববার বিকেলে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতার করে সন্দ্বীপ থানা পুলিশ।

সন্দ্বীপ থানার ওসি কবির হোসেন বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। ভুক্তভোগীর মা থানায় মামলা করেছেন। আমরা অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছি।