দেশজুড়ে: এমপি আনোয়ারুল আজিম আনার হত্যার পর নাম আসা তরুণী শিলাস্তি রহমান ওরফে সেলে নিস্কিকে ব্যবহার করে আগেও খুনের চেষ্টা হয়েছে। গত জানুয়ারির মাঝামাঝি আনার ভারতে গেলে তাকে হত্যাচেষ্টা হয়। তখন তার সঙ্গে আরিশা নামের আরেক তরুণী ছিলেন। সে সময় আনারকে খুনের পরিকল্পনা করে তা বাস্তবায়নের চেষ্টা করেন তার ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন। শাহীনের বান্ধবী শিলাস্তি।
ডিবির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, শাহীন আমেরিকা থেকে দেশে ফিরলে শিলাস্তি তার সঙ্গেই থাকতেন। আশপাশের দেশে গেলেও তাকে নিয়ে যেতেন। সর্বশেষ এমপি আনারকে হত্যার মিশন বাস্তবায়নের জন্য ৩০ এপ্রিল শাহীন কলকাতা গেলে শিলাস্তিও তার সঙ্গে যান। তারা কলকাতার ভিআইপি রোডের একটি হোটেলে ওঠেন। সব পরিকল্পনা চূড়ান্ত করে শাহীন ১০ মে দেশে ফিরলেও এমপি আনারকে ফাঁদে ফেলতে শিলাস্তিকে কলকাতাতেই রেখে আসেন। ১৩ মে শাহীনের ভাড়া করা ফ্ল্যাটে খুনের সময়ও ছিলেন শিলাস্তি।
ডিবির এক কর্মকর্তা বলেন, জানুয়ারিতে এমপি আনারকে ভারতে খুন করতে ফাঁদ পেতেছিলেন শাহীন। তখন বান্ধবী শিলাস্তি ও আরিশাকে কাজে লাগান। কিন্তু আনার তাদের ফাঁদে পা না দেওয়ায় সে যাত্রায় বেঁচে যান। এরপরও হত্যা মিশন সফল করতে লেগে থাকে এই চক্র। শিলাস্তি এখন ৮ দিনের রিমান্ডে রয়েছেন। ওই তরুণীকে জিজ্ঞাসাবাদে সম্পৃক্ত ডিবি সূত্র জানায়, শিলাস্তি দাবি করছেন, আনারকে খুনের দিন ১৩ মে তিনি ফ্ল্যাট থেকে সকালে শপিং করতে যান। বিকেলে ফেরেন। তিনি ঘটনা জানতে পেরে ফ্ল্যাট থেকে আবার বেরিয়ে যান। তবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে থাকায় তার এই বক্তব্য বিশ্বাস করতে পারছেন না তদন্তকারীরা। কারণ ১৩ মে বিকেলেই আনারকে খুন করা হয়। এরপর রাতভর তার দেহ টুকরো করে গুমের আয়োজন সম্পন্ন করা হয়। পুরো সময়টাতেই ফ্ল্যাটে অবস্থান ছিল শিলাস্তির। তাকে ব্যবহার করে অচেতন আনারের সঙ্গে আপত্তিকর ছবিও তুলে রাখা হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, জানুয়ারি মাসের ১৭ থেকে ১৮ তারিখে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার কলকাতায় যান। সেই সময়ে হত্যাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে কলকাতায় যায়। কিন্তু হোটেলে থাকার কারণে তখন তারা ব্যর্থ হয়। তৃতীয় ধাপে তারা এসে সফল হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |