প্রচ্ছদ খেলাধুলা আইপিএল জিতে সন্তানদের জড়িয়ে কান্না শাহরুখের

আইপিএল জিতে সন্তানদের জড়িয়ে কান্না শাহরুখের

শেষ হলো দুই মাসের আইপিএল-লড়াই। একপেশে ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এটি কেকেআরের তৃতীয় শিরোপা।

১০ বছর পর আইপিএলের ট্রফি জিতল কেকেআর। আর এতেই আবেগ ধরে রাখতে পারেননি চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সহ-মালিক ও বলিউডের কিংবদন্তি অভিনেতা শাহরুখ খান। আবেগে ভেসে মেয়ে সুহানাকে জড়িয়ে ধরেন তিনি।

সে সময় মেয়ে সুহানাকে বলতে শোনা যায়, ‘আর ইউ হ্যাপি নাও?’ (কী এবার খুশি তো?)। ততক্ষণে হাসিতে উজ্জ্বল সুহানার মুখ। সুহানার পর শাহরুখকে এসে জড়িয়ে ধরে আব্রাম এবং আরিয়ানও। তিন ছেলেমেয়ের সঙ্গে শাহরুখের আলিঙ্গনের মিষ্টি মুহূর্ত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

ট্রফি জিতে কতটা খুশি হয়েছেন শাহরুখ তা তাকে দেখেই বোঝা যাচ্ছিল। ম্যাচ শেষে কখনও গৌরীকে জড়িয়ে ধরেন শাহরুখ, আবার কখনও টিভি স্ক্রিনে ছুঁড়ে দেন উড়ন্ত চুমু। এদিন কেকেআরের তারকা ক্রিকেটার হর্ষিত রানা কোলে তুলে নেন বাদশাকে। এমনকি হর্ষিতকে ফ্লায়িং কিস দেওয়া শেখান শাহরুখ।

অসুস্থ শরীরেও দলের হয়ে গলা ফাটাতে রবিবার বিকেলে চেন্নাই পৌঁছেছিলেন শাহরুখ। খেলা চলাকালীন মুখে মাস্ক ঢেকে খানিক নিস্তেজ এসআরকে-র মুখ বারেবারে ভেসে উঠেছে টিভি স্ক্রিনে। তবে দলের জয় আসতেই মাস্ক খুলে ফেলেন নায়ক। মেতে উঠেন আনন্দে।

এর আগে ২০১৪ সালে দ্বিতীয়বারের জন্য আইপিএল ট্রফি জিতেছিল কেকেআর, সেবারও অধিনায়ক ছিলেন গৌতম গম্ভীর

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।