
খেলাধুলা: আজ বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ, প্রতিপক্ষ ভারত। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম ওয়ার্ম আপ ম্যাচটি বৈরী আবহাওয়ায় ভেস্তে যাওয়ায় টাইগারদের সামনে সুযোগ শেষবারের মতো নিজেদের ঝালাই করে নেবার। অন্যদিকে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের উইকেট আর কন্ডিশন বুঝে নেয়াই ভারতের লক্ষ্য। শনিবার (১ জুন) নিউ ইয়র্কে রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই প্রতিবেশীর লড়াই। নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটি এ যুগের বিস্ময়। একটা পার্ক মাত্র ৫ মাসে পূর্ণাঙ্গ ভেন্যুতে রূপ পাবে তা কে ভেবেছিল? তবে যুক্তরাষ্ট্রের আধুনিক প্রযুক্তি আর অদম্য ইচ্ছায় অসম্ভবকে সম্ভব করেছে। মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম সবকিছুই হয়েছে বিশ্বমানের।
এ মাঠেই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ। হোক তা ওয়ার্ম আপ ম্যাচ। এ দু’দলের লড়াই মানে বাড়তি রোমাঞ্চ কাজ করে। টিম ইন্ডিয়ার বিপক্ষে গা গরমের ম্যাচ মানে নিজেদের প্রস্তুত করার শেষ সুযোগ টাইগারদের। তবে এ ম্যাচে অনেকই বোঝা যাবে ব্যাটিং অর্ডার কেমন হতে যাচ্ছে। লিটনের ওপর আরও একবার ভরসা করবে নাকি তানজিদ-সৌম্যে আস্থা রাখবে। নেটে বল করলেও এ ম্যাচে তাসকিনকে নিয়ে হয়ত ঝুঁকি নিবে না টিম ম্যানেজমেন্ট। সাকিব আল হাসান লম্বা সময় ব্যাটিং সেশন করেছেন। তবে অধিনায়ক চান যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের আকুণ্ঠ সমর্থন।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, এখানকার সুযোগ সুবিধা দারুন। এতোটা আশা করিনি। উইকেটও বেশ ভালো। প্রত্যাশা করি আমাদের প্রথম দুই ম্যাচে অনেক দর্শক আসবে। বিশেষ করে বাংলাদেশিরা। তারা যখন সমর্থন করে সেটা আমরা বেশ উপভোগ করি। নিউ ইয়র্কে অনুশীলন করেছে টিম ইন্ডিয়াও। বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দিয়েছেন তবে বাংলাদেশের বিপক্ষে খেলবেন কি না তা এখন স্পষ্ট করেনি বিসিসিআই। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের উইকেট আর কন্ডিশন বুঝে নেয়াটাই ওয়ার্ম আপ ম্যাচের একমাত্র লক্ষ্য ভারতের।
ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, এখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটা বেশি জরুরি। আমরা আগে এ মাঠে খেলিনি। যত তাড়াতাড়ি আমরা উইকেট আর কন্ডিশন বুঝতে পারব তত সহজ হবে। ভারত-পাকিস্তান ম্যাচে সন্ত্রাসী হামলার হুমকি থাকলেও আগেভাগেই প্রস্তুতি সেরেছে আয়োজকরা। তাই তো এই ওয়ার্ম আপ ম্যাচেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা রেখেছে নিউ ইয়র্ক প্রশাসন। এদিকে এশিয়ার দুই প্রতিবেশীর প্রস্তুতি ম্যাচ বাংলাদেশের নাগরিক টিভি সরাসরি সম্প্রচার করবে। স্টার স্পোর্টস ভারতে আইসিসির ইভেন্ট সম্প্রচার স্বত্ব পাওয়ায় বাংলাদেশ-ভারত প্রস্তুতি ম্যাচটিও দেখা যাবে এ চ্যানেলে। পাশাপাশি আইসিসি টিভি ও ডিজনি প্লাস হটস্টার তো রয়েছেই।