
রাজধানীর ভাটারা এলাকা থেকে আরিফুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ জুন) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহের পাশ থেকে হাতে লেখা একটি চিরকুট ও স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ বলছে, আরিফুল ইসলাম জাপান প্রবাসী। তার স্ত্রী পারভীন আক্তার থাকেন কানাডায়। কিছুদিনের জন্য রাজধানীর ভাটারা থানা এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিলেন তারা। ১৫ দিন পর গতকাল শনিবার আরিফুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে ওই ঘর থেকে।
পুলিশের ধারণা, স্ত্রী পারভীন আক্তার কানাডায় পালিয়েছেন।
পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বুকে ও গলায় ছুরিকাঘাত করে তাকে হত্যা করা হয়েছে। লাশ পচে-গলে গেছে।
উদ্ধার করা স্ট্যাম্পটি আরিফুল ও পারভীনের নোটারি করা বিয়ের হলফনামা।
আর চিরকুটে লেখা আছে, ‘আমার জীবনের শান্তি নষ্ট করে দিছে এই রেপিস্ট। ব্লাকমেইলার সে। তার নিজের ইচ্ছায় আমার হাতে ধরা দিছে। নিজের হাতে এই রেপিস্ট ব্লাকমেইলারকে মেরে শান্তি নিলাম।’
ভাটারা থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত।
ধারণা করছি, আরিফুলকে হত্যা করে তাঁর স্ত্রী কানাডা ফিরে গেছেন। ক্ষোভ থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।