প্রচ্ছদ অপরাধ মা’কে লেখা কলেজছাত্রীর চিরকুটের ‍সূত্রে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, যা জানা গেল

মা’কে লেখা কলেজছাত্রীর চিরকুটের ‍সূত্রে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার, যা জানা গেল

অপরাধ: নোয়াখালীর চাটখিলে মাকে লেখা কলেজছাত্রীর (১৮) চিরকুটের সূত্রে ধর্ষণের দায়ে নুর হোসেন পলাশ নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ জুন) সন্ধ্যায় চাটখিল পৌর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নুর হোসেন চাটখিল পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুরের গনি মিয়ার বাড়ির খোরশেদ আলমের ছেলে। গ্রেপ্তারের পর পৌর বাজার এলাকার রক্তিম রোজ মেডিসিন পার্ক নামের তার চেম্বারটি সিলগালা করে দিয়েছে প্রশাসন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল হক মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলেজছাত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার (৩ জুন) তাকে আদালতে পাঠানো হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত নুর হোসেন ওষুধ দোকানের পাশাপাশি নিজেকে একজন চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন। গত ২৬ মে বিকেলে ভুক্তভোগী কলেজছাত্রীর মেডিকেল রিপোর্ট দেখার কথা বলে চেম্বারে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করেন পলাশ। ওই সময় বিষয়টি কাউকে না বলতে ওই ছাত্রীকে ভয়-ভীতিও দেখান তিনি।

ভুক্তভোগী ছাত্রীর মা জানান, তার মেয়ে ঘটনাটি প্রথমে লজ্জায় তাকে বলেনি। পরে চিরকুট লিখে বিষয়টি জানালে থানায় অভিযোগ করা হয়। তিনি বলেন, পুলিশ তাকে (অভিযুক্ত নুর হোসেন) গ্রেপ্তার করেছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এ বিষয়ে চাটখিল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান বলেন, কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্ত নুর হোসেনের ফার্মেসিটি সিলগালা করে দেয়া হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।