প্রচ্ছদ জাতীয় হলের গ্রিল খুলে বিক্রি করতে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অতঃপর…

হলের গ্রিল খুলে বিক্রি করতে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, অতঃপর…

আটক মোহাম্মদ জুয়েল বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও বিমা বিভাগের শিক্ষার্থী। তিনি শাহজালাল হলের আবাসিক ছাত্র।

বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে ৫টার দিকে গ্রিলসহ তাকে জিরোপয়েন্ট গেইট থেকে আটক করে হলের দায়িত্বরত কর্মকর্তারা।

খোঁজ নিয়ে জানা যায়, অটোরিকশাযোগে শাহজালাল হলের দুটি গ্রিল নিয়ে বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন জুয়েল। পরে খবর পেয়ে তাকে আটক করা হয়, প্রশাসনের কাছে এমন কাজ আর করবেন না বলে অঙ্গীকার নামা দিয়েছেন তিনি।

অঙ্গীকারনামা সূত্রে জানা যায়, ভুলবশত পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশাযোগে বিক্রয় করার উদ্দেশ্যে শাহজালাল হল থেকে বাইরে নেয়ার পথে জিরো পয়েন্ট গেইটে তাকে আটক করা হয়। পরে প্রক্টর উপস্থিত হলে ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না মর্মে অঙ্গীকার করেন। যদি ভবিষ্যতে এমন কাজ করেন তাহলে পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নিবে তা তিনি স্বাচ্ছন্দ্যে মেনে নিবেন।