প্রচ্ছদ দেশজুড়ে ছাগলকান্ডে আলোচিত ইফাত এখন কোথায়, যা জানা গেল

ছাগলকান্ডে আলোচিত ইফাত এখন কোথায়, যা জানা গেল

দেশজুড়ে: ১৫ লাখ টাকার ছাগল ১২ লাখ টাকা দিয়ে কিনতে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই আলোচনার তুঙ্গে মুশফিকুর রহমান ইফাত। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে তার বিলাসী জীবনযাপনের নানা তথ্য সামাজিক মাধ্যমে প্রকাশ পেতে থাকে। এরপর পরিচয় খুঁজতে গিয়ে উঠে আসে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের নাম।

ইফাতের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, ইফাতের মা শাম্মী আখতার ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মীর বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (ফেনী-২) নিজাম উদ্দীন হাজারীর আত্মীয়।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৭/এ নম্বর রোডের ৩৮৪ নম্বর বাড়িতে ৫ কাঠা আয়তনের প্লটে তৈরি করা সাততলা ভবনের এক ফ্লোরে বাস করেন মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। এই বাড়িতে মতিউর, তার স্ত্রী ও ছেলের ৫টি গাড়ি রাখা। কিন্তু শুক্রবার (২১ জুন) এই বাসায় মতিউর রহমানকে পাওয়া যায়নি।

ইফাতের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ব্যক্তিরা বলছেন, ইফাতের মা শাম্মী আখতার ওরফে শিবু মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী। শাম্মীর বাবার বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামে। তিনি ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (ফেনী-২) নিজাম উদ্দীন হাজারীর আত্মীয়।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ৭/এ নম্বর রোডের ৩৮৪ নম্বর বাড়িতে ৫ কাঠা আয়তনের প্লটে তৈরি করা সাততলা ভবনের এক ফ্লোরে বাস করেন মতিউর রহমান ও তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। এই বাড়িতে মতিউর, তার স্ত্রী ও ছেলের ৫টি গাড়ি রাখা। কিন্তু শুক্রবার (২১ জুন) এই বাসায় মতিউর রহমানকে পাওয়া যায়নি।