
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। শনিবার (৬ জুলাই) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানান ডরিন।
তিনি বলেন, ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে যাওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। চিঠিটি বাংলাদেশে চলে এসেছে। আমি আর আমার চাচা খুব শিগগির কলকাতায় যাব।
এর আগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।
মানববন্ধনে ডরিন বলেন, ‘আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই। আমি বাবা হারিয়েছি, বাবাকে আর ফিরে পাব না। অনেকে জেলে আছে, অনেকেই বাইরে আছে, তারা বেঁচে আছে কিন্তু আমার বাবা আর ফিরে আসবেন না। সব আসামির ফাঁসি হলেও বাবাকে আর ফিরে পাব না।
আনারকন্যা বলেন, ‘আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি বিশ্বের ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। হত্যার মূলপরিকল্পনারী, অর্থের জোগানদাতা, কিলার ও তথ্য গোপনকারীসহ সবার সর্বোচ্চ শাস্তি চাই।’
প্রসঙ্গত, ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার যেখানে খুন হন, সেই সঞ্জিভা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে মরদেহের কিছু খণ্ডিত অংশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। সেই খণ্ডিত অংশ এমপি আনারের কি না, তা নিশ্চিত হতেই ডিএনএন টেস্টের স্যাম্পল দিতে কলকাতা যাওয়ার কথা আনারকন্যা ডরিনের।