প্রচ্ছদ হেড লাইন সৌদি আরবে প্রবাসীর মৃত্যু, মূর্ছা যাচ্ছেন বাবা-মা

সৌদি আরবে প্রবাসীর মৃত্যু, মূর্ছা যাচ্ছেন বাবা-মা

সৌদি আরবের জিবাইল শহরে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে নেয়ার পর কিশোরগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) রাত ৩টায় জিবাইল শহরের স্থানীয় হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। প্রবাসী ফরিদ উদ্দিন (২৮) কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খয়রত গ্রামের আব্দুল কাদিরের ছেলে। তিনি গত তিন বছর ধরে সৌদি আরবের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন মৃতের প্রতিবেশী দেলোয়ার হোসেন নানক। তিনি জানান, প্রবাসীর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছেলের মৃত্যুর সংবাদ শুনে বার বার মূর্ছা যাচ্ছেন তার বাবা-মা। উল্লেখ্য, সম্প্রতি সৌদি আরবে হৃদরোগে আক্রান্ত হয়ে বহু প্রবাসীর মৃত্যু হচ্ছে। মরুভূমির উত্তপ্ত গরম, অতিরিক্ত পরিশ্রম কিংবা মানসিক চিন্তায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানান একাধিক প্রবাসী।