প্রচ্ছদ হেড লাইন আদালতে বিএনপি নেতা ইশরাক হোসেন

আদালতে বিএনপি নেতা ইশরাক হোসেন

হেড লাইন: রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকার আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে পিজনভ্যানে করে তাকে আদালতে আনা হয়। ইশরাক হোসেনের আইনজীবী জানান, পল্টন থানায় করা একটি মামলার রিমান্ড শুনানীর জন্য আজ (৮ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়েছে। দুপুরের পর শুনানী হওয়ার কথা রয়েছে।

জানা যায়, গত ১৯ মে উচ্চ আদালতের ছয় সপ্তাহের আগাম জামিন শেষে ঢাকার মহানগর ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন আবেদন বাতিল করে জেলে পাঠিয়ে দেন আদালত। সেইসাথে রাজধানীর বিভিন্ন থানায় করা আরো ১২টি মামলায় জামিন মঞ্জুর করেন আদালত। উল্লেখ্য, গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে সংর্ঘষকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন থানায় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের নামে ১৩টি মামলা হয়।