
মাঝ-আকাশে উড়োজাহাজে ভয়াবহ টার্বুলেন্স বা তীব্র ঝাঁকুনির ঘটনার রেশ না কাটতেই এবার উড়ন্ত বিমানের ডানায় বজ্রাঘাতের ঘটনা ঘটেছে। এতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীসহ ক্রুদের মাঝে। পরে উড়োজাহাজটিকে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট জার্মানির স্টুটগার্ট থেকে যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে এর ডানায় বজ্রপাতের ঘটনা ঘটে। আঘাতের পর বিমানটির যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করানো হয়।
প্রতিবেদন মতে, জার্মানির স্টুটগার্ট থেকে ফ্লাইট বিএ-৯১৯ স্থানীয় সময় রোববার (৭ জুলাই) বিকেলে হিথ্রোতে পৌঁছানোর কথা ছিল। কিন্তু অবতরণের ঠিক আগে ডানার অগ্রভাগে বজ্রপাত আঘাত হানায়, বিমানটিকে হিথ্রো থেকে প্রায় ২৫ মাইল দূরে গ্যাটউইকের দিকে সরিয়ে নিতে বাধ্য হন পাইলট। সামাজিক মাধ্যম এক্সে ওই বজ্রপাতের একটি ছবি শেয়ার করে এক যাত্রী বলেছেন, হিথ্রোতে যাওয়ার সময় আমাদের ফ্লাইটটি বজ্রপাতের শিকার হয়। তবে ক্রুরা দক্ষতার সঙ্গে পরিস্থিতি সামাল দেন। তিনি আরও বলেন, ‘এমন ঘটনায় আমরা হতবাক ছিলাম। পরে ফ্লাইটটিকে গ্যাটউইকের দিকে ডাইভার্ট করা হয়।’
ব্রিটিশ এয়ারওয়েজের একজন মুখপাত্র বলেছেন, ‘আবহাওয়া সম্পর্কিত পরিস্থিতির কারণে’ ফ্লাইট বিএ৯১৯-কে গ্যাটউইকের দিকে ডাইভার্ট করা হয়েছিল। ফ্লাইটটি দুপুর ২টার আগে অবতরণ করে এবং পরে যাত্রীদের গ্যাটউইক থেকে হিথ্রোতে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ভুগছে গোটা বিশ্ব। এর বাইরে নেই আকাশপথও। গত কয়েক মাসে এয়ার টার্বুলেন্স বা আকাশে তীব্র ঝাঁকুনির শিকার হয়েছে বেশ কয়েকটি বিমান। এতে ঘটেছে হতাহতের ঘটনা।