রাজধানী ঢাকায় ভোটকেন্দ্র দেখতে গিয়ে আহত হয়েছে আট বছর বয়সী তানভীর। রাজধানীর হাজারীবাগ জামেয়া আনওয়ারুল উলুম মাদ্রাসার সামনে ককটেল বিস্ফোরণে তানভীর ও তার বাবা মো. বাদল মিয়া (৪৫) আহত হয়েছেন। এসময় মো. আমির হোসেন (৬০) নামে আরও এক ভোটার আহত হয়েছেন।আজ ৭ জানুয়ারি রোববার সকাল ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
আজ ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দেশজুড়ে ভোটগ্রহণ চলছে। দেশের বিভিন্ন অঞ্চলে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। অনেককেই শিশুদের নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেখা গেছে। আহত তানভীরের পিতা বাদল মিয়া জানান, ‘আমি স্ত্রী সন্তান নিয়ে হাজারীবাগের বটতলা এলাকায় থাকি। একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি আমি। সকালে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে এসেছি। কিন্তু আমার ছেলে বায়না ধরে সে ভোটকেন্দ্র দেখতে যাবে। তাই আমি তাকে ভোটকেন্দ্র দেখাতে গিয়ে পাশের এক দোকান থেকে চকলেট কিনে দিচ্ছিলাম।’
‘এমন সময় পরপর দুইটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আমি, আমার ছেলে এবং অপর এক ব্যক্তি আহত হন। আমার ছেলের ডান পায়ে এবং আমার মুখের ঠিক নিচে ককটেলের স্প্লিন্টার বিদ্ধ হয়। আমার ছেলেকে জরুরি বিভাগের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। ভাইরে, আগে জানলে আমার ছেলেকে কিছুতেই ভোটকেন্দ্র দেখাতে নিয়ে যেতাম না।
এখন আমি ওর মাকে গিয়ে কী বলব তা জানি না।’-কান্না জড়িত কণ্ঠে কথাগুলো বাদল মিয়া বলছিলেন তিনি। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। বাচ্চু মিয়া বলেন, ‘হাজারীবাগ থেকে ককটেল বিস্ফোরণে শিশুসহ তিনজন আমাদের জরুরি বিভাগে রক্তাক্ত অবস্থায় আসে। পরে আমরা তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসার ব্যবস্থা করি। অন্য দুজনের আঘাত সামান্য হলেও শিশুটির পায়ে স্প্লিন্টারের আঘাত থাকায় তাকে জরুরি বিভাগের ওটিতে নেয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |