প্রচ্ছদ আজকের সেরা সংবাদ নৌকায় সিল মারার ভিডিও ভাইরাল, প্রিজাইডিং অফিসারসহ ৩ জন আটক

নৌকায় সিল মারার ভিডিও ভাইরাল, প্রিজাইডিং অফিসারসহ ৩ জন আটক

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের একটি কেন্দ্রে প্রকাশ্যে নৌকার পক্ষে সিল মারার ভিডিও ভাইরাল হওয়ার পর প্রিজাইডিং অফিসারসহ তিনজনকে প্রত্যাহার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সকালে গফরগাঁও পৌর এলাকার মদিনাতুল উলুম আলহাজ্ব আকবর হোসেন কাওমি মাদরাসা ও এতিমখানা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

পুলিশ হেফাজতে নেওয়া ভোট গ্রহণকারী কর্মকর্তারা হলেন, ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ইলিয়াস উদ্দিন, সহকারী প্রিজাইডিং অফিসার ও নৌকার এজেন্ট। তবে সহকারী প্রিজাইডিং ও নৌকার এজেন্টের নাম জানা যায়নি।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বলেন, সহকারী প্রিজাইডিং অফিসারের উপস্থিতিতে পোলিং এজেন্ট ভোটারকে একটি নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার জন্য দেখিয়ে দিচ্ছে। এ ঘটনায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং এজেন্টকে প্রত্যাহার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।