প্রচ্ছদ আজকের সেরা সংবাদ প্রয়াত বাবার আসন ধরে রাখলেন সনি

প্রয়াত বাবার আসন ধরে রাখলেন সনি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ ( ফটিকছড়ি) আসনে বিজয়ী হয়েছে চট্টগ্রামের একমাত্র মহিলা প্রার্থী নৌকা প্রতীকে খাদিজাতুল আনোয়ার সনি। এই আসনে তাঁর বাবা প্রয়াত রফিকুল আনোয়ার দুই বার সংসদ সদস্য ছিলেন।

রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি সংসদীয় আসনে মোট ১৪২টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধান সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি।

তিনি ১০০৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তরমুজ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়র পেয়েছেন ৩৬৫৮৭ ভোট।

সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণের সময় ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি একেবারে কম ছিলো। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়ার সম্ভাবনা থাকলেও শেষপর্যন্ত তা কিন্তু হয়নি। মূলত বিচ্ছিন্ন ভোটার ছাড়া ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়নি।

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অনুষ্ঠিত নির্বাচনে কোনো প্রার্থী নির্বাচন বিষয়ে অভিযোগ জানাননি। ভোটের পরিবেশে নিয়ে কোনো বিরুপ মন্তব্য না থাকলে ভোটার অনুপস্থিতির বিষয়ে সকলে অসন্তোষ প্রকাশ করে। বিষয়টি প্রার্থীদের সমর্থক ও কর্মীদের মাঝে বেশি পরিলক্ষিত হয়েছে।

বিজয়ী ও বিজিত কোনো প্রার্থীর আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া না গেলেও বিজয়ী প্রার্থীর সমর্থকদের বিজয়োল্লাস করতে দেখা যায়। এই বিজয়কে নানাভাবে আখ্যায়িত করে ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। বিভিন্ন জায়গায় নৌকা সমর্থকদের আনন্দ মিছিল করতে দেখা গেছে।

বিজিত অনেক প্রার্থীর কর্মীরা ভোট গ্রহণের বিষয়ে নানা অভিযোগ তুললেও বড় ধরনের বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে কাউকে দেখা যায়নি এখনো পর্যন্ত।

এছাড়া প্রতিদ্বন্দ্বী চেয়ার প্রতীকের প্রার্থী মীর মুহাম্মদ ফেরদৌস ৫২৫ ভোট, মোমবাতি প্রতীকের প্রার্থী মুহাম্মদ হামিদ উল্লাহ ১৫২৫ ভোট, লাঙ্গল প্রতীকের প্রার্থী শফিউল আজম চৌধুরী ২৫৫ ভোট, ঈগল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শাহাজান ২২৫৭ ভোট, ফুলকপি প্রতীকের প্রার্থী রিয়াজ উদ্দীন ৩১৩ ভোট,বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ও একতারা প্রতীকের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ ৩১৩৮ ভোট এবং বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাংসদ আলহাজ্ব নজিবুল বশর মাইজভান্ডারী ফুলের মালা প্রতীকে ২৩০ ভোট পেয়েছেন।

ফটিকছড়ির আসনে এবারে ভোটার সংখ্যা ছিল ৪,৫৬,৪৯০ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২,৩৯,৯০৪ জন।মহিলা ভোটার ২,১৬,৫৮৩ জন। হিজড়া ভোটার ৩ জন। ফটিকছড়িতে প্রাপ্ত ভোট ১৪৫২০০ টি। অর্থাৎ প্রায় ৩২% ভোট সংগ্রহ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।