প্রচ্ছদ আইন-আদালত হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, আজ থেকে চলবে বিচারকাজ

হাইকোর্টে ৮ বেঞ্চ গঠন, আজ থেকে চলবে বিচারকাজ

জাতীয়:প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। গতকাল বঙ্গভবনে তাঁকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ নিয়েই সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে যান বিচার বিভাগের প্রধান। হাইকোর্টের কয়েকজন বিচারপতি, সুপ্রিম কোর্টের কর্মকর্তারা তাঁকে উষ্ণ অভিনন্দন জানান।

হাইকোর্টের ৮ বেঞ্চ গঠন : প্রধান বিচারপতি হাইকোর্টের বিচারকাজের জন্য আটটি বেঞ্চ গঠন করেছেন। এর মধ্যে দ্বৈত বেঞ্চ পাঁচটি, একক বেঞ্চ তিনটি। এই বেঞ্চ গঠনের মধ্য দিয়ে বিচারকাজে ফিরছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এসব বেঞ্চ বিচারকাজ শুরু করবে।

গত ৭ আগস্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ স্থগিত করা হয়েছিল।