প্রচ্ছদ হেড লাইন প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন

প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন

হেড লাইন: ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই খুনি-জালেমদের লেজুড়বৃত্তি করে ক্ষমতায় যাবে না। যেখানে দেশের স্বার্থ বিলীন হবে, ইসলামের স্বার্থ বিলীন হবে সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ আপোষ করবে না। পরগাছা হয়ে নয়; ইসলামী আন্দোলন বটবৃক্ষেরমত দণ্ডায়মান হবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে যশোর টাউন হল মাঠে দলীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এস কথা বলেন। তিনি আরও বলেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জাতীয় সরকারের বিকল্প নেই। বিশ্বে ১৪৭টি দেশে নির্বাচন ব্যবস্থা রয়েছে। এরমধ্যে ৯২টি দেশে জাতীয় সরকার ব্যবস্থা চালু আছে। এই ব্যবস্থায় প্রতিটি ভোটারের ভোটের মূল্যায়ন হয়। সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকে। এককভাবে জালেম হওয়া, ফ্যাসিস্ট হওয়া, টাকা পাচারকারী হওয়ার সুযোগ থাকবে না।

চরমোনাই পীর বলেন, রাষ্ট্রের প্রধান যদি মিথ্যাচার করে তাহলে আর সে রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। তার ৫ আগস্টের বক্তব্য এবং পরবর্তীতে সাংবাদিক সম্মেলন থেকে প্রমাণিত হয় তিনি প্রেসিডেন্ট পদে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলার সভাপতি আলহাজ্ব মিয়া মুহাম্মাদ আব্দুল হালিমের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলান শোয়াইব হোসেন প্রমুখ।

সূত্র : Channel 24