প্রচ্ছদ বিনোদন প্রস্তুতি শেষ, এবার শুধু বিয়ের আনন্দ আয়োজনের পালা

প্রস্তুতি শেষ, এবার শুধু বিয়ের আনন্দ আয়োজনের পালা

বিনোদন: সব প্রস্তুতি শেষ, এবার শুধু প্রিয়ন্তীর বিয়ের আনন্দ আয়োজনের পালা। তার ইচ্ছা ডেস্টিনেশন ওয়েডিং। হবে কি তার ইচ্ছাপূরণ? সেটাই এবার বড় পর্দায় দেখা যাচ্ছে। বিয়ের নিয়মিত সব ঘটনার সঙ্গে থাকছে আরও নানা কাহিনী। গতকাল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে প্রার্থনা ফারদিন দীঘি অভিনীত সিনেমা ‘৩৬-২৪-৩৬’। চরকি প্রযোজিত এ সিনেমা দেখা যাচ্ছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ, সৈনিক ক্লাব, বিজিবি অডিটোরিয়াম, লায়ন সিনেমায়। এর বাইরে নারায়ণগঞ্জের সিনেস্কোপ, সিলেটের গ্র্যান্ড মুভি থিয়েটারসহ রাজশাহী, বগুড়া, খুলনা, দিনাজপুর, সৈয়দপুর, সান্তাহার, কুষ্টিয়া এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। ছবিটি নিয়ে দীঘি এবার চ্যালেঞ্জের মুখেও। কারণ এর আগে তার মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো তেমন একটা গ্রহণযোগ্যতা পায়নি।

সেদিক থেকে চ্যালেঞ্জ সামনে নিয়েই ছবিটির কাজ করেছেন অভিনেত্রী। এখন দেখার বিষয় দর্শক কতোটুকু গ্রহণ করেন ছবিটি। রোমান্টিক কমেডি ঘরানার সিনেমা ‘৩৬-২৪-৩৬’ এ বর তাহসির (সৈয়দ জামান শাওন) আর কনে প্রিয়ন্তীর (দীঘি) বিয়েকে ঘিরে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়েই সিনেমা। সিনেমাটি নিজের আগের কাজগুলোর মতো নয় বলে জানিয়েছেন দীঘি। তিনি বলেন, এক কথাই বলবো, সিনেমাটি ফুল অব এন্টারটেইনমেন্ট। দর্শক খুব মজা পাবেন। যে একবার দেখতে বসবে, তার মনে হবে সিনেমাটি শেষ করতে হবে। বেশ বড় আয়োজনে সিনেমাটি নির্মিত হয়েছে। সবাইকে প্রেক্ষাগৃহে আমন্ত্রণ। সিনেমার আরেকটি

প্রধান চরিত্র করেছেন কারিনা কায়সার। রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনা এবং রেজাউর রহমানের পরিচালনায় ছবিটিতে আরও আছেন গোলাম কিবরিয়া তানভীর, আবু হুরায়রা তানভীর, মিলি বাশার, মানস বন্দ্যোপাধ্যায়, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। এদিকে ছবি মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় এর প্রিমিয়ার শো। এদিন ছবিটি দেখতে এসেছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, সৈয়দ আহমেদ শাওকী, অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শাহনাজ খুশি, সুষমা সরকার, টয়া, অভিনেতা এফ এস নাঈম, সৌম্য, দিব্যসহ অনেকে।

সূত্র: মানবজমিন

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।