প্রচ্ছদ আর্ন্তজাতিক জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার

মঙ্গলবার (১২ নভেম্বর) তার বাড়ি থেকে মৃত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কোরিয়ার তারকা অভিনেতা সং জায়ে রিমের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অভিনেতার মরদেহ উদ্ধারের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানিয়েছে, সং জায়ে রিমের সিউলের সিওংডং ওয়ার্ডের বাড়িতে মঙ্গলবার দুপুরে খাবার খাওয়ার কথা ছিল তার এক বন্ধুর। সেই বন্ধু দুপুর সাড়ে বারোটার দিকে এসে মৃত অবস্থায় দেখতে পান অভিনেতাকে।

সংবাদমাধ্যম কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতার বাড়িতে কোনো ধরনের খারাপ পরিস্থিতির লক্ষণ খুঁজে পাওয়া যায়নি। তবে সেখান থেকে একটি চিরকুট পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

অভিনেতার পরিবার জানিয়েছে, তারা শুধু পরিবারের সদস্যদের নিয়ে ছোট পরিসরে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করতে চান। তবে সং জায়ে রিমের মৃত্যুর কারণ নিয়ে কোনো কথা বলেননি সদস্যরা।

প্রসঙ্গত, ২০০৯ সালে ‘অ্যাকট্রেস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন সং জায়ে রিম। ২০১২ সালে টেলিভিশন সিরিজ ‘মুন অ্যামব্রেসিং দ্য সান’ এ রাজার প্রতি একজন অনুগত যোদ্ধার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তারকা খ্যাতি লাভ করেন। এরপর ২০১৪ সালে রিয়েলিটি শো ‘উই গট ম্যারিড’ এ উপস্থিত হলে দর্শকমহলে পরিচিতি আরও বহুগুনে বেড়ে যায় সং জায়ে রিমের।