জাতীয়: সোমবার স্বর্ণের দাম হঠাৎ তিন শতাংশের বেশি কমে গেছে। গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে পৌঁছানোর পর টানা পাঁচ দিন ঊর্ধ্বমুখী গতি পাল্টে এমন ইউটার্ন নেয় মূল্যবান এই ধাতুটি। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি সইয়ের সম্ভাবনার খবর এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ট্রেজারি সেক্রেটারি হিসেবে স্কট বেসেন্টকে মনোনীত করে ঘোষণা দেয়ার পরপরই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের আকর্ষণ কমে যায়।
স্থানীয় সময় সোমবার বেলা ২টা ১ মিনিট পর্যন্ত স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি ৩.৪ শতাংশ কমে ২,৬১৯ দশমিক ৬৬ ডলারে নেমে আসে, যা ৭ জুনের (১৭২ দিন) পর সবচেয়ে বড় দৈনিক পতন। ইউএস গোল্ড ফিউচারস ৩.৫ শতাংশ কমে ২,৬১৮ দশমিক ৫০ ডলারে স্থির হয়। গত সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর ক্রেতাদের আগ্রহে ভাটা নামায় স্বর্ণের বাজারে বেচাবিক্রি কমে যায়। খবর রয়টার্সের।
ট্রেজারি সেক্রেটারি পদে স্কট বেসেন্টের মনোনয়ন যুক্তরাষ্ট্রের ঝুঁকির প্রিমিয়াম কমিয়ে দিয়েছে, এমন মন্তব্য করেছেন টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ড্যানিয়েল ঘালি।
‘এর চেয়েও বড় কথা,ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তির শর্ত নিয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন, এ খবরে স্বর্ণের দাম আরও নিচে নেমে যায়’, তিনি যোগ করেন।
ঐতিহ্যগতভাবে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত হয় স্বর্ণ। এর মধ্যে রয়েছে প্রচলিত যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধ। বেশ কয়েকজন বাজার বিশ্লেষকের মতে, বাণিজ্য যুদ্ধের ক্ষেত্রে স্কট বেসেন্ট কিছুটা কম নেতিবাচক প্রভাব ফেলতে পারেন বলে ধারণা করেন ইউবিএস বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের উত্তেজনা বেড়ে যাওয়ার কারণে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে যায়, যা মার্চ ২০২৩ সালের পর সেরা সাপ্তাহিক উত্থান। এরপরই সোমবার এশিয়ার বাজারে স্বর্ণের দাম ৬ নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। শুক্রবার রাতে স্কট বেসেন্টকে ট্রেজারি সেক্রেটারি পদে মনোনয়ন দিয়ে কয়েক সপ্তাহের জল্পনার অবসান ঘটান ডোনাল্ড ট্রাম্প।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |