পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া রাজ্যে শিয়া ও সুন্নি মুসলিমদের মধ্যে সংঘর্ষে আরো ১৪ জন নিহত হয়েছেন। শনিবার কুররম জেলায় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন সুন্নি এবং ১১ জন শিয়া সম্প্রদায়ের। এ নিয়ে চলমান সংঘাতে নিহত বেড়ে ১২৪ জনে দাঁড়িয়েছে।
আফগানিস্তানের সীমান্তবর্তী কুররম জেলায় সুন্নি ও শিয়া সম্প্রদায়ের মধ্যে সংঘাত বেশ পুরনো। তবে গত ১০ দিন ধরে সংঘাতের হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, ১০ দিনের দাঙ্গায় মোট নিহত হয়েছেন ১২৪ জন। এছাড়া আহত হয়েছেন ১৬৮ জন।
এর আগে, বৃহস্পতিবার কুররমে পুলিশ প্রহরা পরিবেষ্টিত দুটি গাড়িতে বন্দুক হামলা হয়। এতে ৪০ জনেরও বেশি শিয়া সম্প্রদায়ের মানুষ নিহত হন। ঐ ঘটনার পর খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ফের দাঙ্গা শুরু হয়।
রাজ্য প্রশাসনের এক কর্মকর্তা বলেন, বর্তমানে দুই সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থার গুরুতর সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি শান্ত করার জন্য বেশ কয়েকবার স্থানীয় নেতাদের সহযোগিতা চেয়েছে সরকার, কিন্তু তারা আগ্রহী হচ্ছে না। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেকেই বাড়িঘর থেকে পালাতে চাইছেন, কিন্তু নিরাপত্তাজনিত শঙ্কা থাকায় পারছেন না।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |