ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আবদুল বারী।
পুলিশের এই কর্মকর্তা জানান, ছিনতাইয়ের উদ্দেশ্যে মুখোশধারী দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে সমন্বয়কদের গাড়ির জানালার কাঁচ ভেঙে ফেলে। পরে তাদের অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা নগদ ১০ হাজার টাকা ও ৩টি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তদন্তের পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এর আগে রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে ঘটনার পরপর গাড়িতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ফেসবুক লাইভে এসে ছিনতাইয়ের বিষয়টি জানান।
লাইভে এসে আরিফ সোহেল জানান, রাত ১টার দিকে তার নেতৃত্বে তিনজন নারী সমন্বয়কসহ ৮ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা থেকে ভাড়া করা মাইক্রোবাসে চড়ে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা দেন। পথে রাত ২টার দিকে তাদের গাড়িটি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা সেতুর ঢালে পৌঁছালে একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ওই সময় ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে তাদের মাইক্রোবাসের বাম পাশের জানালার কাঁচ ভেঙে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে। এরপর নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় তারা।
পরবর্তীতে খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা করার পাশাপাশি মাইক্রোবাসটি জব্দ করে। তবে এর আগেই ছিনতাইকারীরা ঘটনাস্থল খেকে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশের সহায়তায় সমন্বয়কদের ৩ নারী সদস্য ঢাকায় ফিরে যান এবং বাকি ৫ জন আরেকটি মাইক্রোবাস ভাড়া করে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হন।
সূত্র : চ্যানেল২৪
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |