হেড লাইন: কেন্দ্রীয় যুবদলের নেতাদের সাথে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের একটি ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। যে ছবিতে রয়েছেন স্থানীয় একজন আওয়ামী লীগ নেতা যিনি বিগত সময়ে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। সেই সাথে সে সকল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে। আর এই ছবি নিয়ে যুবদল সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ওই ছবির সূত্র ধরে জানা যায়, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নার সাথে কথা বলছেন। আর তার সাথে রয়েছেন জাকির হোসেন নামে একজন। যিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তবে এ বিষয়ে সাগর প্রধান বলেন, জাকির হোসেন সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলো। সে কয়েক বার জেল খাটছে। সেই সাথে অনেক মামলার আসামি হয়েছে। একবার রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে তার মেয়ের বিয়ে ভেঙে গিয়েছিলো। আওয়ামী লীগের তাকে জিম্মি করে প্রোগ্রামে নিয়েছিলো। তিনি আরও বলেন, এখন এই ছবি নিয়ে সমালোচনা হচ্ছেন। কিন্তু এই জাকির হোসেন মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সাথে ছবি তুলেছেন। কিন্তু তাদের বেলায় কোনো সমস্যা হয়নি। শুধু আমার বেলায় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার ৬ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদান করা হয়।
এর আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার ৬ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নোটিশ প্রদান করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়কের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে সংগঠনের নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিচালনা কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায় সংগঠন বিরোধী এমন কর্মকাণ্ডের জন্য কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। সেই সাথে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নেয় সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। তার আগে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধানের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ উঠে। সাগর প্রধান নিজের বলয়কে ভারী করে তোলার জন্য কোনো রকমের বাছবিচার না করেই যাকে তাকে যুবদলে পুনর্বাসন করছেন। এ নিয়ে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার পাশাপাশি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছিলো। জানা যায়, গত ৫ আগস্ট পরিবর্তিতে পরিস্থিতির পর থেকে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। সেই সাথে যুবদলের ব্যানারে দলের কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ করে দিচ্ছেন বলে অভিযোগ করেন নেতাকর্মীরা। সূত্র বলছে, দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে ছিলো বিএনপি। আর এই ক্ষমতার বাইরে থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের পরিবার পরিজন ছেড়ে দিন পার করেছেন। অনেক সময় বিএনপির নেতাকর্মীরা বাড়ি থাকতে পারলেও তাদের সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কাটতো আদালতের এক বারান্দা থেকে আরেক বারান্দা।
এরই মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়। যে আন্দোলনে ছাত্রদের পাশাপাশি বিএনপি নেতাকর্মীরাও পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। ছাত্র সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রাণ হারান। সেই সাথে শেষ গত ৫ আগস্ট দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতন হয়। আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা দেশ ছাড়েন। শেখ হাসিনার দেশ ছাড়ার সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। তৃণমূল পর্যায়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা আড়াল হয়ে পড়েন। তবে আড়াল হয়ে যাওয়া অনেকেই আবার বিএনপির নেতাকর্মীদের আশ্রয়ে প্রশ্রয়ে ফিরে আসার চেষ্টা করে যাচ্ছেন। আবার কিছু কিছু বিএনপিও নেতাও তাদের আশ্রয় দিচ্ছেন। আর এই তালিকায় যুক্ত হয়েছেন সাগর প্রধান। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৯ আগস্ট রাতে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির অনুমোদন দেন। আর এই কমিটিতে আহবায়ক পদে মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান ও সদস্য সচিব পদে আছেন শাহেদ আহমেদ। এই কমিটি ঘোষণার পর থেকেই সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান আলাদাভাবে কর্মসূচি পালন করে আসছেন। মাঝে মধ্যে একসাথে আসলেও বেশিরভাগ সময়ই আলাদা ব্যানারে কর্মসূচি পালন করে আসছেন। সেই সাথে এবার ক্ষমতার পটপরিবর্তনের সুযোগে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের নিজ দলে ভিড়িয়ে বলয় ভারী করার চেষ্টা করছেন।
সূত্র : Newsnarayanganj
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |