প্রচ্ছদ হেড লাইন পরীমনি আমার পাশের জেলে ছিল, এবার যে তথ্য জানালেন আমির হামজা

পরীমনি আমার পাশের জেলে ছিল, এবার যে তথ্য জানালেন আমির হামজা

হেড লাইন: সময়ের আলোচিত ইসলামী বক্তা আমির হামজা।সম্প্রতি ভারতের দক্ষীণি সিনেমার তুমুল জনপ্রিয় নায়িকা রেশমিকা মন্দানাকে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় হয়েছেন ভাইরাল।পরে অবশ্য তিনি তার সেই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন।

এবার আবোরো আমির হামজা ঢালিউডের তুমুল জনপ্রিয় নায়িকা পরীমণীকে নিয়ে মন্তব্যের জেরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন আমির হামজা।

ভিডিও লিংক: https://youtu.be/jnvmcDcQHLA?si=SEpBcOgRSY4j3xZ0

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরীমণীর কোন চেহেরা নেই উল্লেখ করে আমির হামজা বলেন,পরীমণী আমার পাশের জেলে ছিল।আদালতে পরীমণীর সাথে আমার বহুবার দেখা হয়েছে।

সূত্র : জনকণ্ঠ

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।