হেড লাইন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদ হাসানকে দুদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা। তাদের অভিযোগ, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল তার জীবনে।
আজ রোববার (২২ ডিসেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদের খোঁজ মেলেনি বলে জানিয়েছেন তার সহপাঠী আল মাহমুদ। আল মাহমুদ নিউজ টোয়েন্টিফোরকে বলেন, শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ নাগাদ গোলচত্বরের ক্যামেরায় তাকে দেখা গেছে। রিকশায় চড়ে যাচ্ছিল। এরপর থেকে আমরা আর কিছুই জানি না। কিছুক্ষণ আগে ডিবি অফিসে কথা হয়েছে, তারাও এখন পর্যন্ত কিছু জানাতে পারেনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলেছেন, আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিলো ওর জীবনে। সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ অবস্থান থেকে ওর জন্য খোঁজ চালাবেন, দোয়া করবেন, তথ্য জানলে জানাবেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ মাহিন বলেন, শুক্রবার বিকেল থেকে খালেদকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাসায় কেউ ওর ব্যাপারে জানেন না। আন্দোলনে সক্রিয় থাকার কারণে নানা হুমকি ছিল ওর জীবনে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাকে দ্রুত খোঁজে বের করার অনুরোধ জানান তিনি।
সূত্র: NEWS24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |